ধর্মঘটে যোগ দেওয়ায় এসএফআই কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

ছবি: লালটুপি পরা যুবক অমিত নন্দী।
আমাদের ভারত, মেদিনীপুর, ১০ জানুয়ারি : বুধবার  ধর্মঘটে যোগ দেওয়ায় এসএফআইয়ের এক কর্মীকে বাড়ি থেকে বের করে মারধর করার অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের বার্জ টাউন এলাকায়। আক্রান্ত এসএফআই কর্মীর নাম অমিত নন্দী।

অমিত মেদিনীপুর কলেজের কম্পিউটার সায়েন্স বিষয়ের প্রথম বর্ষের ছাত্র। টিউশনি পড়তে সে শহরের বার্জ টাউনে এক মাস্টারমশাই বাড়িতে গিয়েছিল। আজ সেখানেই শিক্ষককে ধাক্কা, লাথিমেরে অমিতকে বাইরে টানতে টানতে নিয়ে এসে মারধর করার পর নর্দমা ড্রেনে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীদের বিরুদ্ধে। তৃণমূল ছাত্র পরিষদের তিন কর্মী সায়ন ভট্টাচার্য, রোহন রহমান ও সন্দীপ চোঙদারের বিরুদ্ধে মারধর করার অভিযোগ তুলে মেদিনীপুর কোতোয়ালী থানায় এফ আই আর দায়ের করেছে আক্রান্ত ওই এস এফ আই কর্মী।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here