তৃণমূল সরকারের জমানায় রাজ্যে চালু ১২১২টি নতুন কারখানা, রিপোর্ট কার্ডে দাবি তৃণমূলের

রাজেন রায়, আমাদের ভারত, কলকাতা, ১০ ডিসেম্বর: রাজ্যের তৃণমূল সরকারকে বরাবরই শিল্প বিরোধী তকমা দিতে আগ্রাসী বিরোধী রাজনৈতিক দল। নিন্দুকরা এটাও বলেন, এ রাজ্যের মুখ্যমন্ত্রী যতগুলি পুজো উদ্বোধনের ফিতে কেটেছেন, ততগুলি এক-চতুর্থাংশ কারখানার উদ্বোধন হয়নি। কিন্তু এবার সরাসরি রিপোর্ট কার্ড পেশ করে গত ১০ বছরে তৃণমূল জমানায় ১২১২টি কারখানা চালু হয়েছে, এমনটাই দাবি করল রাজ্যের শাসক দল।

এদিন রীতিমতো অনুষ্ঠান করে রিপোর্ট পেশ করে তা তুলে দেওয়া হয় সাংবাদিকদের হাতে। কার্ডের উপরের ছবিতে লেখা রয়েছে বাংলার গর্ব মমতা। আর নীচে লেখা রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্য পশ্চিমবঙ্গ। রিপাের্টের একদম শেষে রয়েছে কর্মসংস্থানের প্রসঙ্গ। সেখানেই রাজ্যে কল-কারখানা উদ্বোধন থেকে শুরু করে কর্মসংস্থানের বিশদ খতিয়ান তুলে ধরা হয়েছে।

‘বাংলায় আজ প্রতি হাতে কাজ’ শীর্ষক সেই অংশে দাবি করা হয়েছে, গত ১০ বছরে রাজ্যে ১২১২টি কারখানা উদ্বোধন করা হয়েছে। ১.৬৩ কোটি লােককে ১০০ দিনের কাজ প্রকল্পের আওতায় কাজ দেওয়া হয়েছে। সেই সঙ্গে আরও ১.৩৫ কোটি মানুষ ক্ষুদ্র ব্যবসার সঙ্গে যুক্ত। ২০১২ সালে বাংলায় ৩৪.৬ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়িক প্রতিষ্ঠান ছিল, তা বেড়ে হয়েছে ৮৯ লক্ষ। রিপাের্টে আরও বলা হয়েছে, ২০১০ সালে রাজ্যে মাথা পিছু আয় ছিল ৫১,৫৪৩ টাকা। তা ২০১৯ সালে বেড়ে হয়েছে ১,০৯,৪৯১ টাকা।

স্বাভাবিকভাবেই এই রিপোর্টকে বিভ্রান্তিমূলক এবং বুজরুকি সমাহার বলে দাবি করেছে রাজ্যের বিরোধী দলগুলি। বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তী বলেন, আমি রিপোর্ট দেখেছি, তবে ওটা মিথ্যা এবং বুজরুকির সমাহার। শুধু একশো দিনের কাজ এই কর্মসংস্থানে দেখানো হয়েছে বলে শুনেছি। আবার অন্যদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী বলেন, যে পরীক্ষা দিয়েছে সেই নম্বর দিয়েছে আবার সেই নিজেকে সার্টিফিকেট দিয়ে বলেছে তুমিই অনন্যা। এর বেশি কিছু বলার নেই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *