আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ ডিসেম্বর: মেদিনীপুর শহরের সাহেব পুকুর চকে আজ ভারতরত্ন ভারতের প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর আবক্ষ মূর্তির উন্মোচন করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ। তার আগে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে অটল বিহারী বাজপেয়ীর জীবনের উল্লেখযোগ্য দিক তুলে ধরে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাজপেয়ীর উত্তরসুরী বলে উল্লেখ করেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপবাবু বলেন, শুখেন্দু শেখর রায় সংবিধান কি তা জানেন না বলেই রাজ্যপালের কার্যকলাপকে অসাংবিধানিক বলছেন। রাজ্যপাল যে ঠিক কাজ করছেন তা সুখেন্দু বাবুদের লাফালাফি দেখেই বোঝা যাচ্ছে।
রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার ঘটনা প্রসঙ্গে দিলীপ বাবু বলেন, আর কিছুদিন চলবে। এই সরকার মৃত্যুর দিকে এগোচ্ছে, তাই শেষ কামড় দিয়ে হিংসার মাধ্যমে সরকারে টিকে থাকার চেষ্টা করছে। মানুষ এগুলো বেশিদিন সহ্য করবে না। নন্দীগ্রাম প্রসঙ্গে তিনি বলেন, নন্দীগ্রামে কেউ কেউ মনে করছেন, ওটা ওদের জমিদারী। নন্দীগ্রামে যার লড়াইয়ে বাংলায় পরিবর্তন এসেছিল, তিনি আজ আমাদের দিকে চলে এসেছেন, তাই তৃণমূল হতাশ হয়ে পড়েছে। কারণ মানুষ মমতা ব্যানার্জির পাশ থেকে সরে যাচ্ছে, পার্টির কর্মীরা সরে যাচ্ছে। তাই তিনি জোর করে দলে আটকে রাখতে চাইছেন। এইসব অশান্তি বিশৃঙ্খলা করে ৩৫৬ জারি করার চেষ্টা করছেন। নিজে পুলিশ মন্ত্রী হওয়া সত্তেও পুলিশের কোনও ভূমিকা নেই, কোনও আইনশৃংখলা নেই। এর থেকেই প্রমাণ হয়ে যাচ্ছে যে রাজ্য সরকার পুরোপুরি অসফল।