আমাদের ভারত, মালদা, ১৪ জানুয়ারি: ভাইপোকে বাঁচাতে গিয়ে তৃণমূল দলটাই উঠে গেল, আর দলদাসে পরিণত হয়েছে পুলিশ। আইপিএস গৌরব দত্তের সাথে মমতা ব্যানার্জি যা করেছিলেন সাধারণ কর্মীরা কি তা মেনে নেবেন? আজ পুরাতন মালদায় চা–চক্র অনুষ্ঠানে একথা বলেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ।
অর্জুন সিং বলেন, এক ভাইপোকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জির পুরো দলটা উঠে গেল। তাসের ঘরের মতো পার্টিটা ভেঙ্গে চুরে চুরমার হয়ে গেছে। যে দল থেকে বের হচ্ছে তাঁকে তিনি গাদ্দার বলছেন। অর্জুন সিংয়ের প্রশ্ন, মমতা ব্যানার্জি থেকে বড় গাদ্দারকে হতে পারে? কখনো এনডিএ আবার কখনো ইউপিএ। কংগ্রেসকে সাথে নিয়ে ক্ষমতায় এলেন তারপর কংগ্রেসটাকে তুলে দিলেন। আপনি শুভেন্দু অধিকারীকে গাদ্দার, মিরজাফর বলেন, আপনার চেয়ে বড় মিরজাফর কে হতে পারে? মানুষ ঠিক করে নিয়েছে ভোট বিজেপিকে দেবে। এবার ভোটের পরিবেশ পরিস্থিতি কি থাকবে তা কেউ জানে না। মমতা ব্যানার্জি পুলিশ আর গুন্ডার মিশ্রণ করে দিয়েছেন। আগে পুলিশ দেখলে গুন্ডারা পালাতো। এখন গুন্ডাদের দেখলে পুলিশ পালিয়ে যাচ্ছে। পুলিশকে একদম দলদাস বানিয়ে দিয়েছেন ভয় দেখিয়ে।
আজ কৃষক সুরক্ষা কর্মসূচির অঙ্গ হিসাবে মালদায় এসেছেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। সকালে পুরাতন মালদায় চায় পে চর্চায় যোগ দেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, কেডি সিং ভাইপোর সম্পর্কের আত্মীয় হন। এই কেডি সিং বিধানসভা ভোটে তৃণমূলকে টাকা দিয়েছিল, তার ফলস্বরূপ তাঁর সংস্থাকে টাকা পাইয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন দিদিমণি। এখন কেডি সিংয়ের সাথে তাঁর কোনো সম্পর্ক নেই বলে দিদিমণি দাবি করছেন।
তিনি নির্বাচন প্রসঙ্গে বলেন, যে ভাবে বোমা পিস্তলের কারখানা পাওয়া যাচ্ছে তাতে অবাধ নির্বাচন হবে না। নির্বাচন কমিশনকে বলবো মমতা বন্দ্যোপাধ্যায়কে রেখে ভোট করবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে বোমা পিস্তলের কারখানা খুলেছে, ফলে অবাধ নির্বাচন কখনো সম্ভব নয়। এই নিয়ে আমরা রাষ্ট্রপতি ও রাজ্যপালকে জানিয়েছি।
অর্জুন সিং এর বক্তব্যের কোনো প্রভাব মালদা জেলায় পরবে না, দাবি করলেন তৃণমূলের মালদা জেলার মুখপাত্র শুভময় বসু।