আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ৬ ডিসেম্বর:
রাজ্যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনো চূড়ান্ত হয়নি। তা সত্বেও প্রচারে নেমে পড়েছে বিজেপি। এবার উত্তর ২৪ পরগনার পানিহাটি এলাকার তৃণমূল কর্মীরাও নেমে পড়ল প্রচারে।
উত্তর ২৪ পরগনার পানিহাটি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কর্মীরা রঙ তুলি নিয়ে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্প গুলির প্রচারে রাস্তায় নেমে পড়লেন। দুয়ারে সরকার প্রকল্প ভালো সাড়া ফেলেছে গোটা বাংলা জুড়ে। সেই প্রকল্পের দেওয়াল লিখন করছেন পানিহাটি পুরসভা এলাকার তৃণমূল কর্মীরা। তৃণমূল কর্মীরা জানালেন, এখন সরকারি প্রকল্পগুলির সুবিধা মানুষ ঘরে বসেই পাচ্ছে। সেই প্রকল্পগুলি সম্পর্কে নাগরিকদের সচেতন করতে আমরা দেওয়াল লিখন শুরু করেছি। যাতে রাজ্য সরকারের উন্নয়ন মূলক প্রকল্প সম্পর্কে মানুষ জানতে পারে।”
Home কলকাতা ও শহরতলি রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পের দেওয়াল লিখনের মাধ্যমে পানিহাটিতে নির্বাচনী প্রচার শুরু তৃণমূলের