রাজেন রায়, কলকাতা, ৮ জানুয়ারি: কৃষি আইন বাতিলের দাবিতে বহুদিন ধরেই সক্রিয় তৃণমূল সরকার। এবার সমভাবাপন্ন সমস্ত রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে এই আইন বাতিলের জন্য জোরদার আওয়াজ তুলতে চাইছে তৃণমূল। বিতর্কিত তিন কৃষি আইন বাতিলের দাবিতে সর্বদলীয় প্রস্তাব আনার কথা ভাবা হচ্ছে। শুক্রবার একথা জানালেন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ২৭ ও ২৮ জানুয়ারি এই বিষয়ে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হয়েছে।
জানা গিয়েছে, কৃষি আইনের বিরুদ্ধে প্রস্তাব আনার ক্ষেত্রে একটি খসড়া তৈরি করবে তৃণমূল। এরপর সেটি বাম ও কংগ্রেস পরিষদীয় দলের কাছে পাঠানো হবে। বিধানসভায় তৃণমূলের বিরুদ্ধে অনাস্থা বিষয়েও মুখ খোলেন পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, “অনাস্থা কিসের? সমুদ্র থেকে দু’কলসি জল তুললে সমুদ্রের কী যায় আসে! এভাবে অনাস্থা আনা যায় না।”
প্রসঙ্গত, গত সপ্তাহেই বাম কংগ্রেস পরিষদীয় দলের তরফে সুজন চক্রবর্তী প্রশ্ন তোলেন, “তৃণমূলের যাঁরা সদস্য বিধানসভার, তাঁদের কি বিধানসভার প্রতি আস্থা নেই? সরকার কি ভয় পাচ্ছে? মুখ্যমন্ত্রী তাঁদের বিধানসভায় ডেকে যাচাই করুন, যে তাঁদের দলের সদস্যদের সরকারের প্রতি আস্থা রয়েছে কিনা। না কি তৃণমূলের সদস্যদের আস্থা নেই? তাতেই কি ভয় পাচ্ছেন মুখ্যমন্ত্রী?” অবিলম্বে বিধানসভায় অধিবেশন ডাকারও দাবি তোলেন তিনি। তারপরই মুখ্যমন্ত্রী বিশেষ অধিবেশন ডাকা হবে বলে ঘোষণা করেন। আজ বিধানসভা অধিবেশন এবং তার প্রসঙ্গ জানান শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।