পাড়ায় পাড়ায় গিয়ে মহল্লাবাসীর অভাব অভিযোগ শুনে সমাধান করবে তৃণমূল

সাথী দাস, পুরুলিয়া, ২৯ ডিসেম্বর: পাড়ায় গিয়ে মহল্লাবাসীর অভাব অভিযোগ শুনবে তৃণমূল। ২ জানুয়ারি থেকে ‘পাড়ায় পাড়ায় সমাধান’ পুরুলিয়ায় দলীয় এই কর্মসূচি শুরু করছে তৃণমূল। আজ দলীয় এই পরিকল্পনার কথা জেলায় প্রকাশ্যে জানালেন জেলার তৃণমূলের অন্যতম আহ্বায়ক তথা জেলা সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। আজ দলীয় জেলা স্তরের বঙ্গধ্বনি যাত্রার মিছিল শেষে পথ সভায় দলের নতুন এই কর্মসূচি সম্পর্কে জানান তিনি। তিনি বলেন, “দুয়ারে সরকার দারুণ সাড়া পড়েছে জেলা তথা রাজ্যে। সাধারণ মানুষের এখনও কিছু দাবি দাওয়া রয়েছে। সেগুলো তাঁদের মুখ থেকে সরাসরি শুনে প্রশাসনের সাহায্যে পূরণ করা হবে। একই সঙ্গে দলের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আরও নিবিড় সংযোগ গড়ে তুলবেন।”

নির্বাচনের লক্ষ্যে এই কৌশল কিনা এটা পরিষ্কার করেনি তৃণমূল। তবে রাজনৈতিক মহলে এই নিয়ে কৌতূহল শুরু হয়েছে। তৃণমূল জেলা সভাপতি গুরু পদ টুডু বলেন, “২ জানুয়ারি থেকে শুরু হবে পাড়ায় পাড়ায় সমাধান কর্মসূচি। দুই সপ্তাহ ধরে চলবে জেলাজুড়ে।”

আজ পুরুলিয়ায় জেলা তৃণমূলের বঙ্গধ্বনি যাত্রা অনুষ্ঠিত হয়। পুরুলিয়া শহরে অনুষ্ঠিত মিছিলে জেলা নেতৃতাদের সঙ্গে ছিলেন দুই মন্ত্রী শান্তিরাম মাহাতো এবং সন্ধ্যা রানি টুডু। ছিলেন বিধায়করা। রাঁচি রোডে অবস্থিত চার্চ গ্রাউন্ড থেকে শুরু হয় মিছিল। মেইন রোড ধরে পুরুলিয়া স্টেশনের কাছে শেষ হয়। সেখানেই পথ সভা অনুষ্ঠিত হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here