নিয়ন্ত্রণ হারিয়ে মিষ্টির দোকানে ঢুকে পড়লো ট্রাক, মৃত্যু শিশুর

আমাদের ভারত, কুলপি, ২৫ নভেম্বর: নিয়ন্ত্রন হারিয়ে একটি মিষ্টির দোকানে ঢুকে পড়ল ট্রাক। ঘটনায় বছর তিনেকের এক শিশুর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়। মৃত শিশুর নাম ফারহান শেখ। এই ঘটনায় আরও দুজন গুরুতর জখম হয়েছেন। ঘটনার পর আহতদের উদ্ধার করে স্থানীয় কুলপি ব্লক গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। সেখান থেকে দুজনকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে চিকিৎসার জন্য। বুধবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে দক্ষিন ২৪ পরগনার কুলপি থানার সিংহের হাট মোড়ে ১১৭ নম্বর জাতীয় সড়কে।

স্থানীয় সূত্রের খবর, এদিন সন্ধ্যায় কুলপি গামী একটি ট্রাক সিংহের হাট মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মিষ্টির দোকানে ঢুকে পড়ে। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় ফারহান সেখের। ঘটনায় গুরুতর জখম হন মঙ্গল মন্ডল ও অমিত ময়রা নামের আরও দুই ব্যক্তি। ঘটনার পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কুলপি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাদের অবস্থার অবনতি হওয়ায় ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করে চিকিৎসকেরা। ঘটনার জেরে দীর্ঘক্ষন অবরুদ্ধ হয়ে পড়ে ১১৭ নম্বর জাতীয় সড়ক। পরে কুলপি থানার পুলিশ ঘটনাস্থলে এসে ঘাতক গাড়িটিকে আটক করে ও যান চলাচল স্বাভাবিক করে। শিশুটির দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here