নারায়ণগড়ে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিয়ে ডিএসও’র দুদিনের শিবির

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ ফেব্রুয়ারি: বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ছাত্র ছাত্রীদের নিয়ে শুরু হল ছাত্র শিবির। পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ে এআইডিএসও’র এই শিবির ৬-৭ ফেব্রুয়ারি দুই দিন ধরে চলবে। শিক্ষা, সংস্কৃতি, মনুষ্যত্ব রক্ষার আন্দোলনকে আরও বেগবান করে গড়ে তুলতে ও নেতাজী সুভাষ চন্দ্র বসুর ১২৫তম জন্মবর্ষে এই শিবির বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংগঠনের পতাকা উত্তোলনের মাধ্যমে এই ছাত্র শিবির উদ্বোধন হয়। পতাকা উত্তোলন করে শহিদ বেদীতে মাল্যর্পণ করেন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সহ-সভাপতি চন্দন সাঁতরা। পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক ব্রতীন দাস ও সভাপতি বিশ্বরঞ্জন গিরি ও সহ-সভাপতি সিদ্ধার্থ শঙ্কর ঘাটা সহ পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সুরজিৎ সামন্ত শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। দুই শতাধিক ছাত্র ছাত্রী শিবিরের যোগ দিয়েছে। ছাত্রশিবির পরিচালনা করেন সংগঠনের রাজ্য সহ-সভাপতি চন্দন সাঁতরা। আলোচনা সভার পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন সংগঠনের সদস্যরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here