মার্কিন যুক্তরাষ্ট্রের জর্জিয়া প্রদেশের অ্যাসেম্বলিতে প্রথম হিন্দু ফোবিয়ার বিরোধিতায় প্রস্তাব পাশ হলো

আমাদের ভারত, ২ এপ্রিল:
আমেরিকার জর্জিয়া প্রদেশের অ্যাসেম্বলিতে হিন্দুফোবিয়ার নিন্দা করে প্রস্তাব পাশ হল। এই প্রথম কোনও মার্কিন প্রদেশে হিন্দু ফোবিয়া ও হিন্দু বিরোধী কট্টরতার বিরুদ্ধে পদক্ষেপ করা হলো।

এই প্রস্তাব পাস হওয়ায় মার্কিন হিন্দু সম্প্রদায় সন্তোষ প্রকাশ করেছে। প্রস্তাবটি পেশ করেছিলেন আটলান্টার ফোরসিথ কাউন্টির প্রতিনিধি লরেন ম্যাকডোনাল্ড এবং টড জোন্স।

আটলান্টার এই শহরতলি জর্জিয়াই অন্যতম বড় হিন্দু অধ্যুষিত অঞ্চল। ওই প্রস্তাবে হিন্দু ফোবিয়া এবং হিন্দু বিরোধী কট্টরতার নিন্দা করে বলা হয়েছে, বিশ্বের বৃহত্তর ও প্রাচীনতম ধর্ম হিন্দু ধর্ম। শতাধিক দেশে ১২০ কোটিরও বেশি মানুষ হিন্দু। একই সঙ্গে মনে করিয়ে দেওয়া হয়েছে চিকিৎসা শাস্ত্র, বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং, বাণিজ্যের মতো বহু ক্ষেত্রে মার্কিন হিন্দু সম্প্রদায় বড় ভূমিকা পালন করে চলেছে।

প্রস্তাবে বলা হয়েছে, এই ধর্ম গ্রহণযোগ্যতা পারস্পরিক শ্রদ্ধা ও শান্তির মূল্যবোধ সহ বিভিন্ন ঐতিহ্য এবং বিশ্বাস ব্যবস্থাকে একত্রিত করে।

প্রস্তাবে আরও বলা হয়েছে, আয়ুর্বেদ, ধ্যান খাদ্য, সঙ্গীত এবং শিল্পকলার ক্ষেত্রে হিন্দু সম্প্রদায়ের অবদান সাংস্কৃতিক কাঠামোকে সমৃদ্ধ করেছে। আমেরিকান সমাজে এটি ব্যাপকভাবে গৃহীত হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষের জীবনকে উন্নত করেছে।

গত কয়েক দশকে আমেরিকার নানা প্রান্তে মার্কিন হিন্দুদের ওপর যে ঘৃণা, অপরাধে প্রবণতা বেড়েছে সে কথাও উল্লেখ করা হয়েছে প্রস্তাবে। তার লিখিত বিবরণও প্রস্তাবে বলা হয়েছে।

এছাড়াও প্রস্তাবে বলা হয়েছে, কিছু শিক্ষাবিদ হিন্দু ধর্মের অবমাননাকে সমর্থন করেন এবং হিন্দুদের পবিত্র ধর্মগ্রন্থগুলির বিরুদ্ধে হিংসা ছাড়ানোর অভিযোগ আনা হয়েছে প্রস্তাবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here