কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১৬ জানুয়ারি: সারা দেশের সাথে পশ্চিম মেদিনীপুর জেলাতে একযোগে শুরু হল করোনা ভ্যাকসিনের টিকাকরণ। প্রথম পর্যায়ে চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। স্বাস্থ্যকর্মী বা অন্যান্যদের মধ্যে ভয়-ভীতি কাটানোর জন্য প্রথম ভ্যাকসিন নিলেন পশ্চিম মেদিনীপুর জেলার মেডিকেল কলেজের প্রিন্সিপাল পঞ্চানন কুন্ডু, সিএমওএইচ নিমাই চন্দ্র মন্ডল, ডেপুটি সিএমওএইচ সৌম্য শংকর ষড়ঙ্গী, আইএমের জেলা সম্পাদক কৃপাসিন্ধু গাতাইত, হু- এর সার্ভিলেন্স মেডিক্যাল অফিসার শুভজিৎ ভুঁইঞা।
জেলা স্বাস্থ্য দপ্তর সুত্রে জানাগেছে, পশ্চিম মেদিনীপুরে মোট ১২টি টিকাকরণ কেন্দ্রে প্রথম দিন ভ্যাকসিন দেওয়া হচ্ছে। প্রতিটি ক্যাম্পে ১০০ জন করে মোট ১২০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। জেলা স্বাস্থ্য দপ্তর সূত্রে এও জানা যায়, ভ্যাকসিন আসার পূর্বেই যে তালিকা তৈরি হয়েছিল সেই তালিকা ধরেই এদিন ভ্যাকসিন দেওয়া হচ্ছে। মেদিনীপুর মেডিকেল কলেজ ছাড়াও আরও ১১টি কেন্দ্র থেকে দেওয়া হচ্ছে এই ভ্যাকসিন। যদিও পরবর্তী দিনগুলোতে জেলার ২৫টি কেন্দ্র থেকে দেওয়া হবে এই ভ্যাকসিন। সপ্তাহে চারদিন টিকাকরণ করার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য দপ্তরের। পশ্চিম মেদিনীপুর জেলায় ইতিমধ্যে এসে গিয়েছে ২৬ হাজার ভ্যাকসিন। টিকাকরণের পর প্রায় আধঘন্টা অবজারভেশনে রেখে চালানো হচ্ছে নজরদারি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন জেলার প্রতিনিধিদের সঙ্গো। যারা টিকা নিয়েছেন এবং টিকাকরণ কর্মসূচি কিভাবে হচ্ছে তা সরাসরি খোঁজখবর নেবেন তিনি। ভিডিও কনফারেন্সে ব্যবস্থা রাখা হয়েছে ওই ১১ টি কেন্দ্রতে।