কো-উইন অ্যাপে নথিভুক্ত না হলে মিলবে না ভ্যাকসিন, কড়া নির্দেশিকা জারি রাজ্যের

রাজেন রায়, কলকাতা, ১৯ জানুয়ারি: কোউইন অ্যাপে নথিভুক্ত করা না থাকলে সেই ব্যক্তিকে টিকা দেওয়া হবে না। ভ্যাকসিন নেওয়ার প্রথম শর্ত ওই অ্যাপে নাম নথিভুক্তকরণ। এই মর্মে নির্দেশিকা জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর।

নির্দেশিকায় বলা হয়েছে, টিকাকরণের আগের দিন বেলা ১২টার মধ্যে নাম নথিভুক্ত করতে হবে। নাম নথিভুক্ত করা হবে ২০০ জনের। তবে দৈনিক ১০০ জনেরই টিকাকরণ হবে। সেক্ষেত্রে সফটওয়্যারের মাধ্যমে ঠিক হবে ওই ১০০ জনের নাম।

নথিভুক্ত ব্যক্তিরা সময়মতো না এলে সবার টিকা দেওয়া শেষ হলে, তবে তাঁরা টিকা পাবেন। নির্দেশিকা জারি করে জেলা হাসপাতালের সিএমওএইচ-দের চিঠি পাঠিয়েছে স্বাস্থ্য দফতর।

এছাড়াও, মেডিক্যাল কলেজের অধ্যক্ষদেরও পাঠানো হয়েছে চিঠি। নির্দেশিকায় বলা হয়েছে, টিকাকরণ কেন্দ্রের সংখ্যা বাড়াতে বেসরকারি হাসপাতালগুলিতে টিকাকরণ কেন্দ্র খোলার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক। জরুরি ভিত্তিতে টিকা নিতে হলে, সেক্ষেত্রে টিকাকরণের আগে নথিভুক্ত হওয়া আবশ্যিক, জানাতে হবে স্বাস্থ্য দফতরকেও।

শনিবার প্রধানমন্ত্রীর ঘোষণার পর দেশজুড়ে শুরু হয়েছে করোনার ভ্যাকসিনেশন। ভ্যাকসিনেশনের সূচনার দিন কাজ করেনি কো-উইন অ্যাপ। অ্যাপ কাজ না করায় গোটা প্রক্রিয়া হাতে-কলমে করতে হয়। পরের দিন থেকে অবশ্য অ্যাপে কোনও সমস্যা হয়নি। তবে কয়েকটি জায়গায় ভ্যাকসিন নেওয়ার নামের তালিকার সঙ্গে অ্যাপে থাকা নামের তালিকায় গরমিল ছিল।

এদিকে, এবার দেশজুড়ে শুরু হল রাশিয়ার তৈরি কোভিড টিকা স্পুটনিক ভি-এর তৃতীয় পর্যায়ের ট্রায়াল। কলকাতার পিয়ারলেস হাসপাতালেও আজ থেকে শুরু হয়েছে পরীক্ষামূলক প্রয়োগ। সারা দেশের ২০টি কেন্দ্রে রাশিয়ার কোভিড টিকা স্পুটনিক ভি-এর এই পরীক্ষামূলক প্রয়োগ শুরু হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here