জ্ঞানবাপী মসজিদ কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদনের শুনানি বারানসি আদালতে

আমাদের ভারত, ৬ জুন: জ্ঞানবাপী মসজিদ নিয়ে আইনি লড়াই চলছে, তার মধ্যেই সোমবার মসজিদ চত্বরের বিতর্কিত অংশে ওজু করার জন্য মসজিদ পরিচালনা কমিটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন শুনতে রাজি হলো বারানসি আদালত।

সোমবারের শুনানিতে স্পেশাল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সমর্থমা নাগেস বর্মা সিদ্ধান্ত নেবেন আঞ্জুমান ইন্তেজামিয়া মসজিদ কমিটির যুগ্ম সম্পাদক এবং ওজু খানায় ওজু করা শতাধিক ব্যক্তির বিরুদ্ধে মামলা করার আবেদন বজায় রাখা যায় কিনা।

এছাড়াও জ্ঞানবাপী মসজিদে প্রার্থনা করার আর্জি জানিয়ে স্বামী অভি মুক্তেশ্বরানন্দের করা আবেদন গ্রহণ করবে বারানসি জেলা আদালত। আদালতে গ্রীষ্মের ছুটি থাকায় অবকাশকালীন বেঞ্চের কাছে শুনানির আবেদন জানানো হয়েছে।

নমাজ পড়ার আগে শরীর শুদ্ধিকরণের প্রক্রিয়ায় হলো ওজু। এই ওজু করার সময় মূলত হাত-পা জল দিয়ে পরিষ্কার করা হয়। ২০২১-র আগস্ট মাসে পাঁচ হিন্দু মহিলা জ্ঞানবাপীর মা শৃঙ্গার গৌরী (ওজুখানা তাহখানা) এবং মসজিদের অন্দরে পশ্চিমের দেওয়ালে দেবদেবীর মূর্তি অস্তিত্বের দাবি করে তার পূজার্চ্চনার অনুমতি চেয়েছিলেন বারানসি দায়রা আদালতে। এরপর দায়রা আদালত নিযুক্ত কমিটি মসজিদের অন্দরে সমীক্ষা ও ভিডিওগ্রাফির নির্দেশ দিয়ে পর্যবেক্ষক দল গঠন করে।আদালতের নির্দেশিত জরিপের সময় মসজিদের ওজু খানায় থাকা গম্বুজাকৃতি কাঠামো আসলে একটি শিবলিঙ্গ বলে দাবি করেন হিন্দু মামলাকারীরা। অন্যদিকে মসজিদ পরিচালনা কমিটি দাবি করে, সেটি একটি ঝর্ণা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here