
জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ সেপ্টেম্বর: নিম্নচাপের দুর্যোগের মাঝখানেই মঙ্গলবার রাতে কয়েক সেকেন্ডের ঘূর্ণিঝড় লন্ডভন্ড করেছে খড়্গপুর গ্রামীণ থানার পূর্ব আম্বা গ্রাম। মঙ্গলবার রাত দুটো নাগাদ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিল। তার মাঝখানে হঠাৎ ঘূর্ণি ঝড় বয়ে যায়। ঘূর্ণিঝড়ে প্রায় ষাটটি মাটির বাড়ি ধূলিসাৎ হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘরবাড়ি ও রাস্তার উপর পড়ে রয়েছে বড় বড় গাছ। বুধবার সকালে ক্ষতিগ্রস্ত ওই গ্রামে যান বিধায়ক দিনেন রায়। তিনি বলেন, কয়েক সেকেন্ডের ঘূর্ণিঝড় পুরো গ্রাম তছনছ করে দিয়েছে। প্রশাসন গ্রামবাসীদের পাশে রয়েছে।
এদিকে, জেলা প্রশাসন সূত্রে খবর, বন্যা কবলিত পশ্চিম মেদিনীপুরে ছয় লক্ষ আঠাশ হাজার দুশ একত্রিশ জন মানুষ বানভাসি হয়েছেন। ছিয়াশি হাজার তিনশ বাষট্টিটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত যে পনের জনের মৃত্যু হয়েছে তারমধ্যে বন্যার জলে তলিয়ে আটজন এবং দেয়াল চাপা পড়ে সাতজন মারা গেছেন। বন্যার্তদের মধ্যে এক লক্ষ পঁচিশ হাজার মানুষ ত্রাণ শিবিরে রয়েছেন। জেলায় বিলি করা হয়েছে ত্রিশ হাজার ত্রিপল। বন্যার্তদের পরিষেবায় ব্যবহার করা হচ্ছে ৭০ টি স্পিড বোট। জেলার সবং, ডেবরা, পিংলা, কেশপুর, নারায়ণগড়, খড়গপুর ১ এবং মেদিনীপুর সদর ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন রয়েছে।
জেলাশাসক রেশমি কমল জানিয়েছেন, পুরো পরিস্থিতির ওপর জেলা প্রশাসন নজর রেখেছে।