আমাদের ভারত, হাওড়া, ২০ ডিসেম্বর: নদী থেকে অবৈধভাবে বালি পাচারের সময় বালির গাড়ি সহ গাড়ির চালককে আটক করল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরে জয়পুর থানার মৈনান গ্রামে। জয়পুর থানার পুলিশ বালি বোঝাই গাড়িটিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি চালককে আটক করেছে। পুলিশ সূত্রে খবর ঘটনার তদন্ত শুরু হয়েছে।
জানা গেছে দীর্ঘদিন ধরেই মৈনান এলাকায় দামোদর নদী থেকে অবৈধভাবে বালি পাচার হচ্ছিল। সেইমত রবিবারেও একটি গাড়ি করে বালি পাচারের সময় গ্রামবাসীরা গাড়িটিকে আটক করে। পরে গ্রামবাসীরা বালি নিয়ে যাওয়ার বৈধ কাগজপত্র দেখতে চাইলেও চালক দেখাতে না পারায় তারা পুলিশে খবর দেয়।পরে জয়পুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বালি বোঝাই গাড়িটিকে বাজেয়াপ্ত করার পাশাপাশি চালককে আটক করে। পুলিশ সূত্রে খবর অবৈধভাবে বালি কোথায় পাচার করা হচ্ছিল সেটা খতিয়ে দেখা হচ্ছে।