সত্তর কিলো ওজনের ভোলা মাছ ধরা পড়ল সুন্দরবনের নদী থেকে

আমাদের ভারত, সুন্দরবন, ৪ জানুয়ারি: শুক্রবার সন্ধ্যায় সুন্দরবনের নদীতে মৎস্যজীবীদের জালে ধরা পড়ল প্রায় সত্তর কেজি ওজনের এক বিশাল আকৃতির ভোলা মাছ। মৎস্যজীবীরা জানাচ্ছেন, এটির নাম কই ভোল মাছ। সচারচর দেখা যায় না। মূলত জংলী মাছ বলেই এর পরিচিতি। সুন্দরবনের হেমনগরে নদী থেকে এটি ধরা পড়ে।

মৎস্যজীবীদের সূত্রে জানা গিয়েছে, সুন্দরবনের হেমনগর এর বাসিন্দা মৎস্যজীবী শঙ্কর মন্ডল কাল বিকেলে নৌকা করে নদীতে জাল দিয়ে মাছ ধরছিল। সেই সময় তার জালে পড়ে প্রায় সত্তর কেজি ওজনের কই ভোল মাছটি। পাশের বেশ কয়েকজন মৎস্যজীবী মাছ ধরছিলেন নদীতে। তারা বিষয়টি দেখতে পেয়ে সাহায্য করতে এগিয়ে আসেন শঙ্করকে। অবশেষে মৎস্যজীবী শঙ্কর ও তার এক সঙ্গী বিশাল আকৃতির এই কই ভোল মাছটি ধরে ক্যানিং মাছঘাটের আড়ৎতে নিয়ে আসে, যার বাজার দাম উঠেছে প্রায় ৫০ হাজার টাকা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here