প্রবল বর্ষনে উত্তর দিনাজপুরে বাড়ছে কুলিক নদীর জল, বিপাকে জনজীবন, তৎপর প্রশাসন

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৯ জুন: গত ২ দিন ধরে প্রবল বর্ষনে বিপাকে জনজীবন। এরই মধ্যে জল বাড়তে শুরু করেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কুলিক নদীতে। এর জেরে সিঁদুরে মেঘ দেখছেন নদীপাড়ের বাসিন্দারা। ২০১৭-র বন্যা পরিস্থিতিকে স্মরণ করে দুশ্চিন্তায় এলাকার সাধারণ মানুষ।

আগমন ঘটেছে বর্ষার। তার জেরে প্রবল বর্ষনে ভাসছে উত্তর দিনাজপুর সহ উত্তরবঙ্গের জেলাগুলি। স্বাভাবিকভাবেই এর জেরে বিভিন্ন নদীগুলিতে বাড়ছে জল। বাদ যায়নি রায়গঞ্জ শহরের বুক চিরে প্রবাহিত কুলিক নদীও। গত কদিনের একটানা বৃষ্টিতে কুলিক নদীতেও দেখা দিয়েছে জলস্ফীতি। আর যাকে ঘিরে আশঙ্কার কালো মেঘ জমেছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের মধ্যে। দুশ্চিন্তার স্পষ্ট চিত্র তাদের চোখেমুখে। মূলতঃ ২০১৭ সালের ভয়াবহ বন্যার স্মৃতি আজও জ্বলজ্বল করছে এলাকার মানুষদের মনে।

পূর্ব অভিজ্ঞতার জেরে এখন থেকেই সিঁদুরে মেঘ দেখছেন এলকার মানুষ। সে সময়ের দুর্বিষহ বন্যা পরিস্থিতির জেরে সর্বস্বান্ত হয়েছিলেন বহু মানুষ। নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল অনেকের আশ্রয়স্থল। মৃত্যু হয়েছে গবাদি পশুর। তাই প্রতি বছর বর্ষার মরশুমে তটস্থ হয়ে থাকেন এলাকার মানুষ। বন্যা হলে ঠিক কতটা দুর্ভোগ পোহাতে হয় সেই ভয়াবহ অভিজ্ঞতা তাদের স্মৃতিতে জ্বলজ্বল করছে। যদিও যে কোনো পরিস্থিতি মোকাবিলায় তৎপর রয়েছে প্রশাসন। তবুও যে কোনো প্রাকৃতিক বিপর্যয়ের সামনেই মানুষ বড্ড অসহায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *