ইঁদুরের গর্ত দিয়ে হু হু করে আত্রেয়ী নদীর জল ঢুকছে শহরে, আতঙ্ক বালুরঘাটে

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১ জুলাই: নদীবাঁধে ইঁদুর গর্ত করেছে। সেই গর্ত দিয়ে আত্রেয়ীর জল ঢুকছে শহরে। এই ঘটনায় আতঙ্কিত বালুরঘাটের বাসিন্দারা। খবর পেয়ে এলাকায় ছুটে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন পুলিশ ও পুর প্রশাসনের কর্মকর্তারা। এদিকে শহরের বেশকিছু নীচু এলাকা জলে প্লাবিত হওয়ায় সেই এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে আসার উদ্যোগ নিয়েছে প্রশাসন।

উত্তরবঙ্গ জুড়ে লাগাতার বৃষ্টির কারণে বালুরঘাটের আত্রেয়ী নদীর জল বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে শহরে। যার কারনে একরাতেই জলমগ্ন হয়ে পড়েছে বালুরঘাট পুরসভার আত্রেয়ী কলোনি এলাকা। গত কয়েকদিন ধরেই জল বাড়ছিল আত্রেয়ী নদীর। বৃহস্পতিবার রাতে একবারে অনেকটা জল বেড়ে যাওয়ায় জল ঢুকে পড়তে শুরু করেছে শহরের একাধিক জায়গায়। এমতঅবস্থায় গতকাল রাতেই শহরের মণিমেলা প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি পরিবারের সদস্যরা।

অন্যদিকে শহরের চকভবানী এলাকায় বাঁধে তৈরি হওয়া ইদুরের গর্ত দিয়ে আত্রেয়ীর জল হু হু করে ঢুকতেই তুমুল আতঙ্ক তৈরি হয়েছে শহরের বাসিন্দাদের মধ্যে। বিষয়টি জানতে পেরে এদিন দুপুরে বিভিন্ন এলাকা ঘুরে দেখার পাশাপাশি বাঁধের অবস্থাও খতিয়ে দেখেন বালুরঘাট থানার আইসি সহ স্থানীয় কাউন্সিলর ও অন্যান্যরা। এদিন পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুর্গতদের হাতে শুকনো খাবারও তুলে দেওয়া হয়।

আত্রেয়ী কলোনীর বাসিন্দা গীতা গোস্বামী জানিয়েছেন, ইঁদুরে বাঁধ কেটে দেওয়ায় এমন সমস্যা হয়েছে। বালির বস্তা ফেলা হলেও কোনও কাজে আসেনি। প্রশাসনকে গুরুত্বসহকারে বিষয়টি দেখার অনুরোধ জানিয়েছেন তিনি।

বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা জানিয়েছেন, দুর্গতদের মণিমালা স্কুলে থাকার ব্যবস্থা করা হয়েছে। পৌরসভা তাঁদের খাওয়ার ব্যবস্থাও করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *