আমাদের ভারত, মালদা, ২৪ জুলাই: বিপদসীমার উপর দিয়ে বইছে ফুলহার নদীর জল। জল বাড়ার সাথে সাথে শুরু হয়েছে ব্যাপক ভাঙ্গন। রতুয়ার বিলাইমারি গ্রাম পঞ্চায়েতের তারক টোলা, গঙ্গারাম টোলা, রুহিমারি এলাকায় প্রায় ৫০০ মিটার এলাকাজুড়ে ফুলহার নদীতে ভাঙন শুরু হয়েছে। ফুলহার গর্ভে তলিয়ে যাচ্ছে জমি। আতঙ্কে রয়েছেন এলাকার বাসিন্দারা। এলাকার মানুষ জমি থেকে ফসল, গাছ কেটে সরিয়ে নিচ্ছেন। উঠছে প্রশাসনিক উদাসীনতার অভিযোগ।
রতুয়ার পাশাপাশি ইংলিশ বাজার পুরো এলাকাতেও ৯ এবং ১২ নম্বর ওয়ার্ডে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। বিপদসীমার ৫২ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে মহানন্দা নদীর জল। নদী তীরবর্তী এলাকায় মানুষের বাড়িতে জল ঢুকে গেছে। পার্শ্ববর্তী মাঠে আশ্রয় নিয়েছেন বালুরচর সদরঘাট সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা। তবে এখনো পুরসভা থেকে কোনওরকম সাহায্য তারা পাননি বলে অভিযোগ।