রাজ্যেও হানা! করোনা আক্রান্ত সন্দেহে মহিলাকে মেডিসিন বিভাগে রাখায় আতঙ্ক হাসপাতালে

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৬ মার্চ: করোনা আক্রান্ত সন্দেহে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি হলেন এক মহিলা। রবিবার মধ্যরাতে রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় রায়গঞ্জের মহারাজা এলাকার বাসিন্দা ওই মহিলাকে। জ্বর ও প্রবল শ্বাসকষ্ট থাকায় ওই মহিলা করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারেন বলে প্রাথমিক ধারণা চিকিৎসকদের। বর্তমানে তাকে মেডিকেলের মহিলা মেডিসিন বিভাগের একটি ঘরে রাখা হয়েছে। কিন্তু রাজ্য সরকারের নির্দেশে রায়গঞ্জ মেডিকেল কলেজে আলাদাভাবে করোনা সন্দেহে ভর্তি রোগীদের জন্য আইসোলেশন ওয়ার্ড করা হলেও কাল রাতে সেটি বাইরে থেকে তালা বন্ধ করে রাখা ছিল সোমবার সকালেও ওই মহিলাকে আইসোলেশন ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়নি।

এদিকে মেডিকেল কলেজের আধিকারিকদের সাথে টেলিফোনে যোগাযোগ করে ওঠা সম্ভব না হওয়ায় কোনো নির্দেশ না পাওয়াতেই তাকে আলাদা ঘরে রাখা হয়েছে বলে হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা জানান। তবে ওই ঘরেই তাঁকে অক্সিজেন ও নিবুলাইজার দেওয়া হয়েছে। তার স্বামীর বক্তব্য, দুদিন আগে মহারাজাতেই তাদের এক প্রতিবেশীর বিয়ের অনুষ্ঠান ছিল। সেখানেই সৌদি আরবের কাতার থেকে ওই বিয়েতে নিমন্ত্রিত এক যুবক এসেছিলেন। তার সাথে ওই মহিলা অনেক্ষণ দাঁড়িয়ে ও বসে কথা বলেছিলেন। আর তারপর থেকেই তার শারীরিক সমস্যা দেখা দেয়।
এদিকে জ্বর ও প্রবল শ্বাসকষ্ট নিয়ে করোনা সন্দেহে রোগিণীর ভর্তি হওয়ার ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে রায়গঞ্জ মেডিকেলের অন্যান্ন স্বাস্থ্যকর্মী, চিকিৎসক থেকে শুরু করে অন্যান্য রোগী ও তাদের আত্মীয়দের মধ্যে। তবে সকাল পর্যন্ত এই বিষয়ে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ বা জেলা স্বাস্থ্য দফতরের কোনো আধিকারিকের কোনো প্রতিক্রিয়া মেলেনি। জেলাশাসক অরবিন্দ কুমার মীনা জানিয়েছেন, ” ওই মহিলার পরীক্ষা ও চিকিৎসার ব্যাপারে সবরকম ব্যবস্থা ও সতর্কতা নেওয়া হচ্ছে।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here