জঙ্গল থেকে মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার

আমাদের ভারত, মেদিনীপুর, ২০ মার্চ: ফের মহিলার অগ্নিদগ্ধ মৃতদেহ উদ্ধার। জঙ্গল থেকে শুক্রবার সকালে অজ্ঞাত-পরিচয় এক মহিলার অর্ধদগ্ধ মৃতদেহ উদ্ধার হয়। মেদিনীপুর সদর ব্লকের হেতিয়াশোলের ঘটনা। গুড়গুড়িপাল থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

বৃহস্পতিবার বিকেলে এলাকার কিছু আদিবাসী মানুষ জঙ্গলে শিকার করতে গিয়ে মহিলার অর্ধদগ্ধ মৃতদেহটি দেখতে পানl বিষয়টি তারা হেতিয়াশোল গ্রামের  বাসিন্দাদের  জানালে  তারা  পুলিশে খবর দেনl শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে। এরপর ময়নাতদন্তের জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়l মহিলাকে ধর্ষণ করার পর আগুনে পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে কিনা এ বিষয়ে পুলিশের স্পষ্ট কোনো বক্তব্য পাওয়া যায়নিl তবে, স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য নয়ন দে জানিয়েছেন, গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে বিষয়টি পুলিশকে জানানো হয় l সকালে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করেছে l

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here