আহত হনুমানকে উদ্ধার করল মানবিক গোপীবল্লভপুর থানার পুলিশ, আপ্রাণ চেষ্টা করেও শেষ রক্ষা হল না

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৮ ডিসেম্বর: শেষ রক্ষা হল না। পুলিশ কর্মীরা আপ্রাণ চেষ্টা করেও বাঁচাতে পারলেন না একটি আহত হনুমানকে। তবে জীব প্রেমের নজির রাখলেন গোপীবল্লভপুর থানার পুলিশরা। শ্রীক্ষেত্র গোপীব্লভপুরে হনুমান, বানরদের আনাগোনায় অবারিত দ্বার। তাদের মানুষের আাশে পাশে ঘোরাঘুরি করা এ যেন সাধারণ দৃশ্য। এদিন গোপীবল্লভপুর থানা চত্ত্বরে থাকা একটি গাছ থেকে একটি হনুমান পড়ে গিয়ে গুরুতর জখম হয়। পুলিশ কর্মীরা দ্রুত প্রাণীটি উদ্ধার করে প্রাণী চিকিৎসের কাছে নিয়ে যান। কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি। পরে পুলিশ কর্মীদের উদ্যোগে মর্যাদার সঙ্গে সুবর্ণরেখা নদীর তীরে সৎকার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ১০টা নাগাদ একটি হনুমান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে থানা চত্ত্বরের নীচে পড়ে যায় সেটা নজরে আসে গোপীবল্লভপুর থানার কর্তব্যরত পুলিশ কর্মীদের। তারাই সাথে সাথে হনুমানটিকে তুলে নিয়ে গিয়ে স্থানীয় গোপীবল্লভপুর পশু চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানে হনুমানটির চিকিৎসা হলেও বাঁচানো যায়নি। তবে পুলিশ কর্মীদের এই উদ্যোগকে এলাকাবাসীরা সাধুবাদ জানিয়েছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here