পাতিপুকুরে রেলের বিদ্যুতের খুঁটিতে উঠে ঘুমিয়ে পড়ল যুবক, ৬ ঘন্টা পর নামাল পুলিশ দমকল

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ১ ডিসেম্বর: রেলের বিদ্যুতের স্তম্ভে উঠে ঘুমিয়ে পড়া এক যুবককে নামাতে নাজেহাল হল রেল পুলিশ এবং দমকল। শেষে প্রায় ছ’ঘণ্টার চেষ্টায় দমকল এবং পুলিশ কর্মীরা কোনও মতে নামিয়ে আনতে সফল হন মানসিক ভারসাম্যহীন ওই যুবককে।

কিন্তু কিভাবে অত উপরে উঠে গেল ওই যুবক? রেলপুলিশ সূত্রে খবর, শনিবার রাত সাড়ে ৮টা নাগাদ বিধাননগর এবং শিয়ালদহের মাঝে পাতিপুকুর এলাকার স্তম্ভে ওই যুবককে উঠতে দেখেন বেশকিছু স্থানীয় বাসিন্দা। তারা প্রথমে খবর দেন রেল পুলিশকে। স্থানীয় বাসিন্দারা প্রথমে তাঁকে নামতে বললেও ওই যুবক কারুর কথায় আমল দেননি।
রেল পুলিশ এসে প্রথমে ওই যুবককে হ্যান্ড মাইকের মাধ্যমে নামার জন্য অনুনয়-বিনয় করে। কিন্তু যুবক কারুর কথা না শুনে ওই জায়গাতেই ঘুমিয়ে পড়েন। আর এতেই আরো বিপত্তি বাড়ে পুলিশের।

এর পর দমকলকে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা তাদের মই নিয়ে এসে দেখেন, স্তম্ভের উচ্চতা আরো অনেক বেশি। এর পর রেলের বিদ্যুৎবাহী লাইন রক্ষণাবেক্ষণের জন্য যে টাওয়ার ভ্যান আছে তা নিয়ে আসা হয়। ওই টাওয়ার ভ্যানের উপর দমকল কর্মীরা মই লাগিয়ে স্তম্ভের উপরে ওঠেন। দু’দিক থেকে ঘিরে ফেলে ওই যুবককে নামিয়ে আনেন দমকল কর্মীরা। ততক্ষনে বাজে রাত প্রায় তিনটে। তবে ট্রেন পরিষেবা রাতের দিকে বন্ধ থাকায় কোনও সমস্যা হয়নি। কিন্তু যদি দুপুরের দিকে ঘটনা ঘটত, তাহলে যে সমস্যা আরও বাড়তে পারতো, তা মানছেন সকলেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *