হাতির তাড়া খেয়েও বাঁচলেন যুবক

আমাদের ভারত, মেদিনীপুর, ৬ ফেব্রুয়ারি: জঙ্গলের রাস্তায় হাতির তাড়া খেয়েও প্রাণে বাঁচলেন শালবনির এক যুবক। বৃহস্পতিবার ভোর পাঁচটা নাগাদ সাপকাটা গ্রামের শেখ কাদের আলী বাইকে করে নামাজ পড়তে যাচ্ছিলেন কলসিভাঙ্গা গ্রামে। গ্রাম থেকে কিছুটা দূরে যাওয়ার পর জঙ্গলের রাস্তায় একটি দাঁতালের মুখোমুখি হয় সে। দাঁতালটি তাকে তাড়া করলে বাইক ছেড়ে কোনো রকমে পালিয়ে বাঁচে। হাতিটি পা দিয়ে বাইকটি ভাঙ্গচুর করে।

চাঁদড়া রেঞ্জের আধিকারিক সুমিত পান্ডা জানিয়েছেন, এক ব্যক্তিকে একটি হাতি তাড়া করেছিল বলে জেনেছি। তবে ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের ক্ষতিপূরণ দেওয়ার কোনো ব্যবস্থা বনদপ্তরের নেই।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here