ত্রিকোণ প্রেমের জের, টাকিতে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ ডিসেম্বর: ফোনে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন। খুনের পর মৃতদেহ ইছামতি খালে ফেলে প্রমাণ লোপাটের চেষ্টা। এই ঘটনায় ২ যুবককে আটক করেছে পুলিশ। ত্রিকোণ প্রেমের জের এই ঘটনা বলে মনে করছে পুলিশ। বসিরহাট টাকি পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের রোজি পুরের ঘটনা।

জানাগেছে, বছর কুড়ির সাইদ গাজিকে মঙ্গলবার রাতে বুড়ো শেখ এবং নাজিমুল গাজী নামে দুই যুবক মোবাইল ফোনে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। দুই যুবকই সাইদের বন্ধু। তারা সাইদকে ডেকে এনে প্রথমে বেধড়ক মারধর করে ও পরে শ্বাসরোধ করে খুন করে, এমনই অভিযোগ স্থানীয়দের। খুনের পর ইছামতির নদীর খালে দেহ ফেলে পালিয়ে যায়।

বুধবার সকাল স্থানীয় বাসিন্দারা দেখতে পায় খালের মধ্যে সাইদের মৃতদেহ পড়ে রয়েছে। এই খবর জানাজানি হতে ওই দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয় এলাকার বাসিন্দারা। সাইদের এর মৃতদেহ উদ্ধার করে হাসনাবাদ থানার পুলিশ। ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের প্রাথমিক অনুমান ত্রিকোণ প্রেমের জেরে সাইদকে যুবক খুন হয়েছে। মৃত যুবকের পরিবারের দাবি, সাইদকে পরিকল্পনা করে বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করেছে ওই দুই যুবক। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে মৃতের পরিবারের সদস্যরা। দুই যুবক বুড়ো শেখ, নাজিমুল গাজীর বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here