মুখ্যমন্ত্রীর তহবিলে দশ হাজার টাকা দিলেন মেদিনীপুরের তরুণ কবিরা

আমাদের ভারত, মেদিনীপুর, ৩ জুন: মেদিনীপুরের তরুণ কবিদের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দশ হাজার টাকার একটি চেক দেওয়া হয়েছে। কবিদের পক্ষ থেকে চেকটি পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদারের হাতে তুলে দেওয়া হয়। উপস্থিত ছিলেন কবি ও প্রাবন্ধিক ড: প্রসূন কুমার পড়িয়া, কবি অভিনন্দন মুখোপাধ্যায়, কবি সৌমেন শেখর, কবি নিসর্গ নির্যাস প্রমুখ।

এর আগে তরুণ কবিদের তরফে মেদিনীপুরে ৬০টি পরিবারের হাতে এবং শালবনী ব্লকে মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠ পরিচালন সমিতির সাথে যৌথভাবে ১০০টি পরিবারের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়েছে। অন্যদিকে পথ কুকুরদের খাওয়ানোর জন্য পশুপ্রেমী একটি সংগঠনকে দু’হাজার টাকা সাহায্য করা হয়েছে। কবি অভিনন্দন মুখোপাধ্যায় জানান, একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে সেখানেই মেদিনীপুরের কবি, সাহিত্যিক ও শিল্পীদের যুক্ত করে এবং পাশাপাশি কয়েকজন শুভানুধ্যায়ীদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। এর আগে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাধ্যমে ফোটোগ্রাফার এসোসিয়েশন অফ মেদিনীপুর দশ হাজার টাকা, বেলদা কালচারাল ফোরাম ১৫ হাজার টাকা, মেদিনীপুর আর্টিস্ট ফোরাম দশ হাজার টাকা মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে তুলে দিয়েছে। মেদিনীপুরের কাব্য ও কলা’ সহ অন্যান্য কিছু সাংস্কৃতিক সংগঠন ও প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত শিল্পী ও শুভানুধ্যায়ীরা কখনো সংগঠনগত ভাবে বা ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ জমা করেছেন। এছাড়াও সংস্কৃতি জগতের অনেকেই সরাসরি অসহায় মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন। মেদিনীপুরের সমস্ত সংস্কৃতি জগত ও শিল্পীদের এই উদ্যোগকে পশ্চিম মেদিনীপুরের জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অনন্যা মজুমদার সাধুবাদ জানিয়েছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here