নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২১ জুন: সূর্যগ্রহন দেখতে না পারায় হতাশ কলকাতার কচিকাঁচারা। আকাশ মেঘলা থাকায় কলকাতা শহরে গ্রহন দেখায় বাধা পেল তারা। দুপুর ১২.৩০টা পর্যন্ত শহরের মানুষ সূর্যগ্রহন দেখার জন্য বাড়ির ছাদে উঠেছিলেন। কিন্তুু কখনও মেঘলা আকাশ বা ঝিরঝিরে বৃষ্টি থাকায় তা হয়ে ওঠেনি। এছাড়াও ব্রিগেড ও শহিদ মিনার চত্বরেও বহু স্কুলের কচিকাঁচার উৎসাহ নিয়ে গ্রহন দেখার জন্য এসেছিল। তাদেরও নিরাশ হতে হয়েছে।
কলকাতার বহু স্কুল, কলেজের পড়ুয়ারা অবশ্য গরম উপেক্ষা করেই উৎসাহ নিয়ে গ্রহন দেখার জন্য দুপুর ১২.৩০ এর পরেও ময়দান চত্বরে ছিল। সূর্যগ্রহন কলকাতার থেকে জেলাগুলিতে ভালো দেখা গিয়েছে। উত্তরবঙ্গের কোচবিহারে থেকে সবথেকে ভালো সূর্যগ্রহন দেখা গিয়েছে। এছাড়াও রায়গঞ্জ ও মালদা থেকে আংশিক গ্রহন দেখতে পেয়েছেন সাধারন মানুষ।