
আমাদের ভারত, বালুরঘাট, ২৯ মার্চ: করোনায় ঘরবন্দি মানুষের মোবাইল ব্যস্ততায় অনলাইনে প্রতারণার চক্র। বেশি ছাড়ের টোপ দিয়ে আকৃষ্ট করার চেষ্টা। লোভে পড়ে কম দামে মোবাইল কিনতে গিয়ে ৩ হাজার টাকা খোয়ালেন বালুরঘাটের যুবক। নামি কোম্পানির ভুয়ো লোগো ব্যবহার করেই চলছে এই প্রতারণা। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের বিবেকানন্দপল্লি এলাকার বাসিন্দা সন্তু সাহা এদিন অনলাইনে টাকা পেমেন্ট করতেই বিপাকে পড়েন তিনি। লকডাউন মিটতেই এই বিষয়ে সাইবার ক্রাইমের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন প্রতারণার ফাঁদে পড়া ওই যুবক।
পেশায় কম্পিউটার মেকানিক সন্তুবাবু তাঁর মোবাইলে ফ্লিপকার্টের লোগো দেওয়া একটি ওয়েবসাইট থেকে দামি মোবাইল নব্বই শতাংশের উপরে ছাড়ে কেনার অফার পান। যার পরেই অতি উৎসাহিত হয়ে নিজের নাম ঠিকানা দিয়ে অনলাইনে প্রায় তিনহাজার টাকা পেমেন্ট করে দেন। অভিযোগ, তার পরে অবশ্য ওই ওয়েবসাইট থেকে কোনও কনফার্মেশন দেওয়া হয়নি। বিষয়টি নিয়ে খানিকটা চিন্তিত হয়ে পড়েন তিনি। যার পরেই ফ্লিপকার্ট সংস্থায় ফোন করে তিনি জানতে পারেন তেমন কোন ছাড় তাঁদের তরফে দেওয়া হয়নি। ভুল করে প্রতারক সাইটে তিনি টাকা পেমেন্ট করেছেন। এই ঘটনায় সাইবার ক্রাইমে অভিযোগ করার পরামর্শও দেওয়া হয়েছে তাঁকে।
সন্তু সাহা জানিয়েছেন, তাঁর মোবাইলে অফার দেখে তিনি মোবাইল কিনতে অনলাইনে টাকা পেমেন্ট করে দিয়েছেন। যার পরেই নিজের ভুল বুঝতে পেরেছেন। লক ডাউন উঠলেই বিষয়টি নিয়ে সাইবার ক্রাইমে অভিযোগ করবেন।