মেদিনীপুর সদর ব্লকে হাইস্কুলে দুঃসাহসিক চুরি

আমাদের ভারত, মেদিনীপুর, ৪ ডিসেম্বর: মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরী দেশবন্ধু হাইস্কুলে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল বৃহস্পতিবার রাতে। শুক্রবার সকালে বিদ‍্যালয় কর্তৃপক্ষ লক্ষ্য করেন বিদ‍্যালয়ে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে দুষ্কৃতকারীরা বিদ‍্যলয়ের প্রধান শিক্ষকের রুম ও স্টাফ রুমের তালা ভেঙ্গে লুটপাট চালায়। প্রধান শিক্ষকের রুমের আলমারি ও স্টাফ রুমে থাকা কো-অপারেটিভের আলমারি ভেঙ্গে লন্ডভন্ড করে দেওয়া হয়েছে। চুরি গেছে মোট নগদ ৩০ হাজার টাকা ও ছাত্র-ছাত্রীদের প্রাপ্ত দশটি রূপোর মেডেল।

বিদ‍্যালয়ের পক্ষ থেকে প্রধান শিক্ষক তারাশঙ্কর মহাপাত্র মেদিনীপুর কতোয়ালী থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করছে এবং এবিষয়ে দ্রুত ব‍্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছে। বিদ‍্যালয়ে চুরির এই ঘটনায় পাঁচখুরি এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। চুরি যাওয়া জিনিসের বাইরেও আরও কিছু খোয়া গেছে কিনা সেটাও তদন্ত করে দেখা হচ্ছে বিদ‍্যালয় কর্তৃপক্ষ ও পুলিশের পক্ষ থেকে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here