ফুলেশ্বরে মন্দিরে চুরি, ধরা পড়ল চোর

আমাদের ভারত, হাওড়া, ২৪ নভেম্বর: রাতের অন্ধকারে মন্দিরের তালা ভেঙ্গে চুরি করে পালানোর সময় হাতেনাতে ধরা পড়ে গেল চোর। পরে তাকে উত্তম মধ্যম ধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোররাতে ফুলেশ্বরের সাতমহলে। ধৃতের নাম রুপেশ দাস। বাড়ি উলুবেড়িয়ায়।

স্থানীয় সূত্রে খবর, সোমবার গভীর রাতে রুপেশ তার দুই সহযোগীকে সঙ্গে নিয়ে সাতমহলের কালী মন্দিরে হানা দেয়। তিন দুষ্কৃতী মন্দিরের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে ঠাকুরের অলঙ্কার এবং বাসনপত্র একটা ব্যাগে ভরে পালানোর জন্য প্রস্তুত হয়। এদিকে ভোররাতে মন্দিরের সামনে ৩ অচেনা যুবককে দেখে স্থানীয় এক বাসিন্দা তাদের তাড়া করলে দুই যুবক পালিয়ে গেলেও রুপেশকে তিনি ধরে ফেলেন। পরে ধৃতের কাছ থেকে চুরি যাওয়া জিনিষপত্র, বেশকিছু লোহার রড ও একটি সাইকেল উদ্ধার করা হয়।

ছবি: ধৃত চোর।
এদিকে মন্দিরে চুরি করতে আসা চোর ধরা পড়ার খবরে এলাকার মানুষ ছুটে আসে এবং ধৃতকে ব্যাপক মারধর করে। পরে উলুবেড়িয়া থানার পুলিশ এসে তাকে উদ্ধার করে এবং গ্রেফতার করে থানায় নিয়ে যায়। স্থানীয় বাসিন্দাদের দাবি ধৃত যুবক স্বীকার করেছে সে ও তার দুই বন্ধু সাইকেল লোহার রড চুরি করার পর মন্দিরে চুরি করতে এসেছিল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here