সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৯ মে: পরপর পাঁচ পাঁচটি দোকানে দুঃসাহসিক চুরি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণা জেলার ঠাকুরনগরের আখবাজারের মা রাসমণি মার্কেটে। বৃহস্পতিবার সকালে মার্কেটের দোকানদাররা দোকান খুলতে এসে দেখেন মার্কেটের মধ্যে তিনটি ওষুধের দোকান সহ একটি জামা-কাপড়ের দোকান ও একটি টেলার্সের দোকানের শাটার খোলা। দোকানের মধ্যে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে জিনিসপত্র। খোয়া গিয়েছে কয়েক লক্ষ টাকা।
ব্যবসায়ীরা জানিয়েছেন, দুষ্কৃতিরা মার্কেটের ছাদের উপরে উঠে গ্রিলের তালা ভেঙ্গে মার্কেটের মধ্যে ঢুকেছে। পরে দোকানের সাটারের তালা ভেঙ্গে দোকানের মধ্যে ঢুকে লুটপাট চালিয়েছে। জামা কাপড়ের দোকান থেকে বেশকিছু জামাকাপড়ও নিয়ে গিয়েছে। সাথে ক্যাশবাক্সে থাকা টাকাও উধাও।
এমন দুঃসাহসিক চুরির খবর পেয়ে ঘটনাস্থলে আসে গাইঘাটা থানার পুলিশ। পরপর পাঁচটি দোকানের দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঠাকুরনগর বাজার এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। ঘটনার তদন্ত শুরু করেছে গাইঘাটা থানার পুলিশ।