চাকুলিয়া থানার মনোরা এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২২ জানুয়ারি: চাকুলিয়া থানার মনোরা এলাকায় দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। কানকি ফাঁড়ির পুলিশ জানিয়েছেন, চুরির ঘটনায় পুলিশের কাছে এখনও অভিযোগ করেননি।

জানা গেছে, চাকুলিয়া থানার মনোরা গ্রামের বাসিন্দা আবু কামাল নিজের পরিবারকে নিয়ে বিহারের কিষানগঞ্জের বাড়িতে থাকতেন। বাড়িতে কেউ না থাকায় সুযোগ পেয়ে দুষ্কৃতীরা বাড়ির মেন গেটের তালা ভেঙ্গে ঘরে ঢুকে যায় দুষ্কৃতিরা। আজ সকালে আবু কালাম বাড়িতে এসে দরজা ভাঙ্গা অবস্থায় দেখতে পান। আলমারিতে টাকা পয়সা না থাকায় সমস্ত দরকারি কাগজপত্র নষ্ট করে দিয়েছে বলে জানিয়েছেন আবু কালাম। খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাকুলিয়া থানার কানকি ফাঁড়ির পুলিশ। পুলিশ ঘটনাস্থলে এসে একটি রড উদ্ধার করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় এখনও কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here