আমতার উদং কালীমাতা আশ্রমের মন্দিরে দুঃসাহসিক চুরি

আমাদের ভারত, হাওড়া, ২৭ ফেব্রুয়ারি: হাওড়া জেলার অন্যতম পর্যটন কেন্দ্র আমতার উদং কালীমাতা আশ্রমের মা কালীর মন্দিরে দুঃসাহসিক চুরিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল। দুষ্কৃতির দরজার তালা ভেঙ্গে মাতৃমূর্তির সোনা রুপোর গয়না এবং তিনটি ক্যাশবাক্স নিয়ে গেছে।

সূত্রের খবর, সিসিটিভি ফুটেজ অনুযায়ী গতকাল রাত ২টো ৪০ নাগাদ ৩-৪ জন দুষ্কৃতী কালীমন্দিরের দরজা ভেঙ্গে মাতৃমূর্তির সোনা, রূপোর গয়না সহ চারটি ক্যাশবাক্স লুঠ করে। খবর পেয়ে সকালে ঘটনাস্থলে আসে আমতা থানার পুলিশ। পুলিশ এসে ফতেপুর খেয়াঘাটের পিছনের জঙ্গল থেকে ৩টি ভাঙ্গা ক্যাশবাক্স উদ্ধার করে। সকাল থেকেই খবর পেয়ে মন্দির চত্বরে ভিড় জমাতে শুরু করেন বহু গ্রামবাসী। তাঁদের দাবি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ দ্রত দোষীদের চিহ্নিত করুক ও উপযুক্ত শাস্তি হোক।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here