সেবকের ঐতিহাসিক সেবকেশ্বরী কালী মন্দিরে চুরি, প্রতিমা ভাঙ্গচুর দুষ্কৃতীদের, চাঞ্চল্য এলাকায়

আমাদের ভারত, শিলিগুড়ি, ১৩ সেপ্টেম্বর: সেবকের ঐতিহাসিক সেবকেশ্বরী কালী মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য। চুরির পাশাপাশি দুষ্কৃতীরা ভাঙ্গচুর করা হয়েছে প্রতিমাও বলে অভিযোগ। ঘটনা সোমবার ভোরের। মন্দিরের তালা ভেঙ্গে পুজোর সামগ্রী নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। তবে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পর্যটকদের কাছে সেবকের সেবকেশ্বরী কালী মন্দির অন্যতম আকর্ষণ। পর্যটকরা সেবকে ভ্রমণে এলে করোনেশন সেতু ঘুরে দেখার পাশাপাশি সেবকের কালি ও শিব মন্দিরে প্রতিমা দর্শন করেন। এই কালীমন্দিরে অনেক ঐতিহাসিক কাহিনী জড়িয়ে রয়েছে। তবে এবার সেবকের এই সেবকেশ্বরী কালি মন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকা জুড়ে।

জানা গেছে, এদিন সকালে মন্দিরের পুরোহিত মন্দির পরিষ্কার করার জন্য ভেতরে প্রবেশ করলে দেখতে পান মন্দিরের তালা ভাঙ্গা অবস্থায় নিচে পড়ে রয়েছে। সেভকেশ্বরী কালী মন্দিরের বিগ্রহের পরিহিত স্বর্ণালঙ্কার সহ পুজোর একাধিক সামগ্রী চুরি গিয়েছে বলে জানিয়েছে মন্দিরের পরিচালন কমিটি। বিষয়টি জানা মাত্রই তড়িঘড়ি সেবক পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানানো হয়। গোটা বিষয় নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা শুরু হয়েছে। ঘটনার পর আপাতত সেভকেশ্বরী কালী মন্দির বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে কারণে বহু পর্যটক ও দর্শনার্থীরা এদিন মন্দিরে মায়ের দর্শন করতে পারেনি।

এদিন মন্দিরে পুজো দিতে আসা ভক্তরা বলেন, “শুনতে পেরেছি মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। যে কারণে দু-তিনদিন মন্দির বন্ধ থাকবে।”‘

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *