আবার চোরের উপদ্রপ শুরু নদিয়ার ফুলিয়ায়, মন্দিরে ঢুকে বিগ্রহের গা থেকে গয়না নিয়ে চম্পট

স্নেহাশিস মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ১ ডিসেম্বর:
এবার বাড়ি সংলগ্ন মন্দিরে ঢুকে রাধা গোবিন্দের বিগ্রহের গা থেকে প্রায় ২ ভরি সোনা ও ১৩ ভরি রুপোর গয়না নিয়ে চম্পট দিল চোরেরা। সূত্রের খবর, নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়ার চটকাতলা বসাক পাড়ার বাসিন্দা ইন্দ্রজিৎ বসাকের বাড়ি সংলগ্ন মন্দিরে শনিবার রাতে হানা দেয় চোরেরা। মন্দিরের সাটার ভেঙ্গে ভিতরে ঢুকে বিগ্রহের গয়না নিয়ে চম্পট দেয়। রবিবার সকালে পুজোর জন্য মন্দির খুলতে গিয়ে বিষয়টি সবার নজরে আসে।

প্রসঙ্গত গত কয়েক মাস আগে ফুলিয়া এলাকায় লাগাতার চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছিল। পুলিশের তৎপরতায় সেই চোরেদের উপদ্রপ বন্ধ হলেও বাড়ি সংলগ্ন মন্দিরে চুরি আবার মানুষকে চিন্তায় ফেলেছে।ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here