জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ জুলাই: লকডাউনের মাঝে বৃহস্পতিবার সকালে চুরির ঘটনা ঘটেছে বেলদা থানা এলাকার গুড়দলাতে। ঘটনা পুলিশকে জানালেও তদন্তে আসেনি বলে অভিযোগ পরিবারের।
স্থানীয় সূত্রে জানাগেছে, গুড়দলা গ্রামের গৌরহরি পাল নামে এক ব্যক্তির ভুসিমাল দোকানে চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার থেকে তার ছেলের চিকিৎসার জন্য গৌর বাবু মেদিনীপুরে থাকার কারণে দোকান দুদিন ধরে বন্ধ রয়েছে। আজ বৃহস্পতিবার সকাল বেলায় তার দোকান চুরির ঘটনা জানতে পারে তার একজন আত্মীয় এবং জানার পরেই তিনি বিষয়টি স্থানীয় পঞ্চায়েতকে জানান এবং পঞ্চায়েত প্রতিনিধির মাধ্যমে থানাতে জানানো হয়। কিন্তু সকাল গড়িয়ে দুপুর হলেও পুলিশ প্রশাসনের কোনো দেখা মেলেনি বলে অভিযোগ পরিবারের। এদিকে দোকানের সমস্ত মালপত্র চুরি হয়ে গিয়েছে বলে স্থানীয় সূত্রে জানাগেছে।