
জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৬ আগস্ট
পশ্চিম মেদিনীপুরের বেলদা থানার অন্তর্গত বড়মোহনপুর উচ্চবিদ্যালয় থেকে বৃহসপতিবার প্রায় লক্ষাধিক টাকা চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।সূত্রের খবর, বড়মোহনপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের নতুন বর্ষে ভর্তির জন্য যে ফিস নেওয়া হয়েছিল সেই ফিসের টাকা ব্যাঙ্কে জমা দিতে যাওয়ার আগে উধাও হয়ে যায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের রুমে একটি ব্যাগের মধ্যে ওই টাকা রাখা ছিল। ঘটনার পর খবর দেওয়া হয় বেলদা থানায়। কে বা কারা টাকা নিয়েছে সিসিটিভি ফুটেজ ধরে তার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্কুলের প্রধান শিক্ষক অতনু দাস জানান, ব্যাঙ্কে যাওয়ার আগে টাকার ব্যাগ তার অফিসে রেখে বাথরুমে গিয়েছিলেন। বাথরুম থেকে ফিরে আর টাকা খুঁজে পাওয়া যায়নি। সিসিটিভি ফুটেজ দেখে পুলিশ তদন্ত শুরু করেছে। পুলিশের রিপোর্ট অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।