বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবসে “থিম সং” এর উদ্বোধন

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২ জানুয়ারি: শালবনি ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠের ৬৭তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান হল বিদ্যালয়ের স্বামী বিবেকানন্দ সভাগৃহে। বিদ্যালয়ের ইতিহাসকে ফিরে দেখার পাশাপাশি এলাকার ১২ জন স্বাস্থ্যকর্মী কোভিড যোদ্ধাকে সম্মান জানানো হল। আনুষ্ঠানিক উদ্বোধন হল বিদ্যালয়ের “থিম সং” এর। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে এই অনুষ্ঠান হয়।

উদ্বোধক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনির সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জয় মালাকার, অতিথি হিসেবে থিমসঙ রচয়িতা সঙ্গীতশিল্পী প্রলয় বিশ্বাস, বিদ্যালয়ের সভাপতি শশাঙ্ক কুমার ধল, পরিচালন সমিতির সদস্য বাবলু কোলে ও সকল শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী। কোনও শিক্ষার্থী উপস্থিত না থাকায় অনুষ্ঠানের মাধুর্য কমলেও তাদের অনলাইন অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

প্রধান শিক্ষক প্রসূনকুমার পড়িয়া বলেন, করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ছাত্র ছাত্রীদের ডাকা হয়নি ঠিকই কিন্তু তাদের গান ও কবিতার ভিডিও পরিবেশিত হয় এবং এলাকার কোভিড যোদ্ধা স্বাস্থ্য কর্মীদের সম্মান জানানো হয়। বিদ্যালয়ের “থিম সং” প্রকাশে বিদ্যালয় এলাকার মানুষের মধ্যে আলোড়ন সৃষ্টি করে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here