নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ২৩ জানুয়ারি:
আগামী ৩০ শে জানুয়ারি তৃণমূলের জন্য বড় চমক রয়েছে। শনিবার কলকাতায় রেড রোডে নেতাজী মূর্তিতে মাল্যদানের পর এই কথা জানান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, রাজ্যের শাসক দলের নেতাদের দল ছাড়া নিয়ে প্রতিদিন নানারকম কথা শোনা যাচ্ছে।
প্রসঙ্গত আগামী ৩০ শে জানুয়ারি রাজ্যে আসছেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হাওড়াতে একটি সভা করবেন। সেই সভাতেই বহু চমক রয়েছে বলে রাজ্যের শাসকদলের উদ্দেশ্যে কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। তিনি আরও জানান প্রতিদিন রাজ্যের শাসক দল ভাঙছে। বহু বিধায়ক সাংসদ দল ছাড়ছেন। এমনটা চলতে থাকলে আর কয়েক দিনের মধ্যে গোটা দলটাই ভেঙে পড়বে। তবে দল ভাঙার জন্য বিজেপি দায়ী নয়। প্রাইভেট কোম্পানিতে আর কেউ থাকতে চাইছে না বলেই দল ভাঙছে।