
অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৯ নভেম্বর: মঙ্গলবার ঝাড়গ্রামের ৫ নং রাজ্য সড়কে পথ দুর্ঘটনায় গুরুতর জখম হলেন বেশ কয়েকজন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ঝাড়গ্রামের ৫ নম্বর রাজ্য সড়কের উপর শালবনী পেট্রোল পাম্পের কাছে বাসের সঙ্গে ডাম্পারের মুখোমুখি সংঘর্ষে আহত বেশ কয়েকজন। ঘটনায় দুই গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঝাড়গাম থানার পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঝাড়গ্রাম হাসপাতালে নিয়ে যান। আহতদের নাম জানা যায়নি। রাজ্য সড়কের উপর পথ দুর্ঘটনা ঘটায় রাস্তার উপর দাঁড়িয়ে যায় বহু গাড়ি, ফলে তৈরি হয়েছে যানজট। সমস্যায় পড়তে হয় যানবাহন চালকদের থেকে শুরু করে পথ চলতি সাধারণ মানুষকে। ইতিমধ্যে পুরো ঘটনার তদন্তে নেমেছে ঝাড়গাম থানার পুলিশ।