কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২২ মে: স্কুল সার্ভিস কমিশনে এত দুর্নীতি হয়েছে এবং তৃণমূলের নেতা মন্ত্রীরা জড়িত এই দুর্নীতির সাথে যে ওদের জেলে রাখার জন্য আলাদা জেল বানাতে হবে। রবিবার প্রয়াত জননেতা জহর সাঁতরার স্মরণে ঘাটালের সুকুমার সেনগুপ্ত স্মৃতি ভবনে সিপিআইএমের উদ্যোগে রক্তদান শিবির উদ্বোধনের পর রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং পশ্চিম মেদিনীপুর জেলার সিপিআইএমের জেলা সম্পাদক সুশান্ত ঘোষ সাংবাদিকদের সাথে কথা বলার সময় এই মন্তব্য করেন। তিনি বলেন, রাজ্যে জঙ্গল রাজ চলছে, কোনো নিয়ম নেই। জঙ্গলে তবু কিছু নিয়মকানুন আছে কিন্তু এই রাজ্যে কোনো নিয়ম কানুন নেই। মুখ্যমন্ত্রীর নাম না করে তিনি মুখ্যমন্ত্রীর নির্দেশে সব চলছে বলে ইঙ্গিত করেন।
ঘাটালের বন্যা প্রসঙ্গে তিনি বলেন, মাস্টারপ্ল্যান না হওয়ার জন্য কেন্দ্রের গরিমসি ছিল। বামপন্থীরা কৃষকদের নিয়ে আন্দোলন সংগঠিত করে মাস্টার প্ল্যানের জন্য অনেক আগে থেকেই দাবি করে আসছে এবং এখনও দাবি জানাচ্ছে প্রয়োজনে আদালতে যাওয়া হবে বলে সুশান্তবাবু বলেন। ২০২৩ সালে পঞ্চায়েত নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বামপন্থীরা সব সময় সংঘটিত লড়াই করে চলে,আলাদা করে নির্বাচনের জন্য তারা বিশেষভাবে সংগঠন তৈরী করেন না তবুও নির্বাচন একটি আলাদা ইস্যু। অবশ্যই পঞ্চায়েত নির্বাচনে দল লড়াই করবে।