ভারত বনধে বীরভূমে ভালো সাড়া পড়েছে

আশিস মণ্ডল, সিউড়ি, ৮ ডিসেম্বর: কৃষি বিল প্রত্যাহারের দাবিতে সারা ভারত বনধে বীরভূম জেলাতেও ভালো সাড়া পড়েছে। এদিন সকাল থেকে জেলার সিউড়ি, বোলপুর, রামপুরহাট মহকুমায় বিভিন্ন শহরে বাম, কংগ্রেসের যৌথ মিছিল লক্ষ্য করা গিয়েছে। বেলার দিকে লাঙল হতে রামপুরহাট ভাঁড়শালা মোড়ে ১৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বাম কংগ্রেস।

একইভাবে সিউড়ি বাস স্ট্যান্ডে দীর্ঘক্ষণ অবরোধ করা হয়। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গেটে জমায়েত করায় কোনও কর্মী কাজে যোগ দিতে পারেনি। জেলার সমস্ত আদালত খোলা থাকলেও আইনজীবীরা কাজে যোগ না দেওয়ায় কোনও মামলার শুনানি হয়নি। কোন বাস চলাচল করেনি। দোকানপাট ছিল সম্পূর্ণ বন্ধ।
সিপিএমের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সঞ্জীব বর্মণ বলেন, “কৃষক সংগঠনের ডাকা বনধ সর্বাত্মক। কোথাও আমরা বল প্রয়োগ করিনি। মানুষ সতস্ফুর্ত ভাবে বনধ পালন করেছেন”। কংগ্রেস বিধায়ক মিল্টন রশিদ বলেন, “মানুষ নিজের তাগিদেই বনধকে সমর্থন করেছে”। এদিকে এদিন তৃণমূল কংগ্রেস বনধের সমর্থনে জেলার প্রতিটি ব্লকের সামনে অবস্থান বিক্ষোভ পালন করে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here