বেলিয়াতোড়ের খাঁড়ারি জঙ্গলে আগুন, হাতির হানার আশঙ্কায় আতঙ্ক এলাকায়

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৮ ফেব্রুয়ারি: ফের জঙ্গলে আগুন। গতকাল মেজিয়ার মালিয়াড়ার আদিবাসী পাড়া সংলগ্ন জঙ্গলে আগুনের রেশ মিটতে না মিটতেই আজ বেলিয়াতোড়ের খাঁড়ারি জঙ্গলে আগুন লাগে। হাতি উপদ্রুত এই এলাকায় গভীর জঙ্গল খাঁড়ারি। এই সময় গাছের পাতা ঝড়ে স্তূপীকৃত হচ্ছে, দীর্ঘ ছ’মাস বৃষ্টি নেই, লতা পাতা জাতীয় গাছ সব শুকিয়ে কাঠ, তাই সহজেই আগুন ছড়িয়ে পড়ছে। আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও একটি দুষ্কৃতি চক্র এই কাজে লিপ্ত থাকতে পারে বলে অনুমান করছেন এলাকাবাসীরা।

জঙ্গলে আগুন লাগিয়ে তাদের কি কাজ পূর্ণ হচ্ছে তা নিয়ে নানা মত থাকলেও এর ফলে প্রাকৃতিক ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে তেমনি জঙ্গলের পশুপাখি, কীট পতঙ্গ নিকেশ হচ্ছে। অপরদিকে এই এলাকায় ৭৪টির মত হাতি আস্তানা গেড়েছে।মাঝে মাঝেই এরা লোকালয়ে হানা দিচ্ছে, ফসল ঘরবাড়ি নষ্ট হচ্ছে, মানুষের প্রাণ যাচ্ছে।আগুন লাগার পর জঙ্গলের বেশ কিছু জায়গা পুড়ে ফাঁকা হয়ে গেছে। আগুন লাগার ফলে হাতিরা আতঙ্কিত হয়ে লোকালয়ে হানা দেবে। এই আশঙ্কায় ভুগছেন গ্ৰামবাসীরা।

আজ সকালে আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই বনদপ্তরের কর্তাব্যাক্তিরা আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপর হয়ে ওঠেন। বড়জোড়া থেকে দমকল গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। বনকর্মীরা দমকল কর্মীদের সাথে হাত লাগায়, তারপর আগুন নিয়ন্ত্রণে আসে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here