দুর্গাপুরে তথ্যপ্রযুক্তির তরুণীকে অপহরণের ঘটনায় তীব্র চাঞ্চল্য

জয় লাহা, দুর্গাপুর, ২০ সেপ্টম্বর: ভর সন্ধ্যায় দুর্গাপুর শিল্পশহরে তথ্যপ্রযুক্তির তরুণীকে অপহরণ। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে, দুর্গাপুরের পলাশডিহা সংলগ্ন আইটি পার্ক এলাকায়। ঘটনাকে ঘিরে বিস্তর চাঞ্চল্য ছড়ায় শিল্পশহর জুড়ে।

ঘটনায় জানা গেছে, সোমবার সন্ধ্যায় দুর্গাপুরের রাজ্য সরকারের ওয়েবেল আইটি পার্কের সামনে থেকে এক আইটি কর্মী তরুণীকে অপহরণের অভিযোগ তোলেন এলাকাবাসী। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেয়। খবর পাওয়া মাত্রই শহরের সমস্ত রাস্তার ওপর কড়া নাকা চেকিং শুরু করে কমিশনারেট পুলিশ। কড়া নাকা চেকিংয়ের জেরে বিপাকে পড়ে অপহরণকারীরা।

পুলিশ জানিয়েছে, খবর পাওয়া মাত্রই জাতীয় সড়ক সহ বিভিন্ন সড়কে আ্টোসাঁটো নাকা চেকিং শুরু করা হয়। পাশাপাশি সড়কের ওপর সিসিটিভির ফুটেজে কড়া নজরদারি শুরু করা হয়। অপহরণকারীরা প্রথমে বর্ধমানের দিকে পালানোর চেষ্টা করে। কিন্তু, মুচিপাড়া চেকপোষ্টে তল্লাশী দেখে ইউটার্ন নিয়ে আসানসোলের দিকে রওনা দেয়। কিন্তু, ফরিদপুরের কাছে আবারও নাকা চেকিংয়ের মুখে পড়ে। বেগতিক বুঝে সেখানে মেয়েটিকে নামিয়ে চম্পট দেয় অপহরণকারীরা। ঘন্টাখানেকর মধ্যে পুলিশি তৎপরতায় উদ্ধার হয় অপহৃত তরুণী। পরে গাড়ির চালকে গ্রেফতার করে পুলিশ।

জানা গেছে অপহৃত তরুণী দুর্গাপুর ৩৭ নম্বর ওয়ার্ডের সুকান্ত পল্লীর বাসিন্দা। তিনি আইটি হাবের কর্মী। পরে পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। প্রশ্ন, তরুণীকে অপহরনের কারন কী? পুলিশের প্রাথমিক অনুমান, তরুণীকে অপরহণ করে বিয়ে করার পরিকল্পনা ছিল।

এসপি দুর্গাপুর, তথাগত পাণ্ডে বলেন, “যুবতীকে জাতীয় সড়ক থেকে উদ্ধার করা হয়েছে। গাড়ির চালকে গ্রেফতার করা হয়েছে। আরও চারজন ঘটনায় জড়িত। তাদেরও খোঁজ চলছে। ধৃতকে আদালতে রিমান্ডের আবেদন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।” 

পুলিশ সুত্রে জানা গেছে, ধৃত গাড়ি চালকের নাম রোহিত শর্মা, দুর্গাপুর মায়বাজারের বাসিন্দা। মঙ্গলবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিন খারিজ করে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *