“কুস্তিগিরদের আন্দোলনের কোনও তথ্যপ্রমাণ নেই”, দাবি দিলীপের

আমাদের ভারত, ২ জুন: মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তার প্রতিবাদে বৃহস্পতিবার কলকাতায় বড় পদযাত্রা হয়েছে মমতা বন্দ্যোপাদ্যায়ের নেতৃত্বে। শুক্রবার সকালে নিউ টাউন ইকো পার্কে প্রাতঃভ্রমনে এসে এ নিয়ে মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

দিলীপবাবু বলেন, “গোষ্ঠ পালের মূর্তির নিচে ফুটবল খেললেন মমতা ব্যানার্জি। একজন মহাসচিব (পড়ুন পার্থ চট্টোপাধ্যায়) ফুটবল খেলতে গিয়ে ভিতরে ঢুকে গেছেন। এই খেলাধুলা করবেন না। কাটমানি নিয়ে যে খেলাধুলা করছেন, সেটাই করুন। আপনাকে লোক ওই জন্যই চেনে। কাল হঠাৎ দেখলাম, দিনের বেলা মোমবাতি জ্বালিয়েছে। আমরা একটা কবিতা পড়েছিলাম, যে জন দিবসে মনের হরষে জ্বালায় মোমের বাতি…

বাকিটা আর বললাম না। অর্থাৎ এর পরিণতি কি, বুঝে নিন। কুস্তিগিরদের আন্দোলনের কোনো তথ্যপ্রমাণ নেই। আন্দোলনজীবীরা বলল মেডেল জলে ভাসিয়ে দেব। মেডেল দিয়ে দিল টিকায়েৎ ও তার ভাইকে। যত দেশ বিরোধী, দেশদ্রোহী কাজ, মোদীকে বদনাম করার জন্য যারা এক জায়গায় হয়েছে, মমতা ব্যানার্জি তাদের নেতা হতে চাইছেন। আপনি একটা কুস্তিগির তৈরি করে দেখান না। এ রাজ্যে কোনো ন্যাশনাল প্লেয়ার নেই। আপনি
খেলাটাকেও শ্মশানে পরিণত করেছেন। স্টেডিয়ামকে সাট্টার জায়গা বানিয়ে দিয়েছেন। এখানে মিছিল করে কোনও লাভ হবে না।“

প্রসঙ্গত, মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তায় অভিযুক্ত ভারতের কুস্তি ফেডারেশনের সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিংয়ের গ্রেফতার এবং অপসারণের দাবিতে দীর্ঘদিন ধরে দিল্লির যন্তর মন্তরে ধর্না চলছে। ধর্নার পুরোভাগে রয়েছেন সাক্ষী মালিক, বজরং পুনিয়া, বিনেশ ফোগটের মতো আন্তর্জাতিক মঞ্চে পদকজয়ী কুস্তিগির। গত ২৮ মে নতুন সংসদ ভবন উদ্বোধনের দিন, তাঁদের টেনে হিঁচড়ে তুলে নিয়ে যায় দিল্লি পুলিশ। এ নিয়ে দেশব্যাপী আলোড়ন হচ্ছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here