
আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ মার্চ: পশ্চিম মেদিনীপুর জেলায় করোনায় আক্রান্তের কোনও খবর নেই বলে জানিয়েছেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক গিরীশচন্দ্র বেরা মl সোমবার সন্ধ্যায় তিনি বলেন, এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে এই জেলায় ফিরে এসেছেন ৩৮ জনl তাদের মধ্যে ১৮ জনকে ১৪ দিনের বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছিলl বাকিদের তীক্ষ্ণ নজরদারির মধ্যে রাখা হয়েছেl ৩৮ জনের মধ্যে দু’জনের মুখের লালা সংগ্রহ করে বেলেঘাটা আইডি হাসপাতাল পরীক্ষার জন্য পাঠানো হয়েছিলl কিন্তু দুটি ক্ষেত্রেই নেগেটিভ রেজাল্ট এসেছে বলে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেনl