“জেলে তো এতো জায়গা নেই, যারা বালতি বা গামছা চুরি করে জেলে রয়েছেন, তারা কোথায় যাবেন”

সুশান্ত ঘোষ, বনগাঁ, ১২ আগস্ট: সিবিআইয়ের হাতে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতার হওয়ার পরেই অনুব্রতকে নিয়ে ছড়া বাধলেন রুদ্রনীল ঘোষ। বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার পেট্রাপোল সীমান্তে বিএসএফের রাখী বন্ধন উৎসবে এসে সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে তুলে ধরলেন সেই ছড়া।

একের পর এক তৃণমূলের হেভি ওয়েট নেতা ধরা পড়ছেন। এছাড়া অনেকের নামই তদন্তের তালিকায় রয়েছে। এই অবস্থায় রুদ্রনীল ব্যাঙ্গ করে বলেন, আমি ভাবছি এত লোককে কোথায় রাখা যাবে? পশ্চিমবঙ্গের জেলে তো এত জায়গা নেই। তাহলে যারা সাধারণ চোর জেলে রয়েছে তাদের কোথায় রাখা হবে?

এদিন রুদ্রনীল অন্তব্রতকে নিয়ে কবিতাও শোনান, ‘অনুমাধব, অনুমাধব, তোমার বাড়ি যাব! অনুমাধব আজ রাখিতে, রাখি কি কেউ পাব?’

অনুব্রতকে কটাক্ষ করে রুদ্রনীল বলেন, ”বীরভূমের মাটিতে ছিলেন গুরুদেব (রবীন্দ্রনাথ ঠাকুর) আর সঙ্গে ছিলেন জয়দেব (গীতগোবিন্দের রচয়িতা)। তারমধ্যে এখানে জুটে গিয়েছিল এই ভদ্রলোক। তবে একটাই কথা বলব, তিনি রাখি পরে যেতে পারলেন না তাঁর দিদির কাছ থেকে। এটা বড্ড খারাপ লাগল। তবে জানি না, উনি আর পার্থদা এই রাখি উৎসব নিয়ে কী আলোচনা করবেন। আমরা সবার মঙ্গল চাই।”

রুদ্রনীল আরও বলেন, ‘আমার একটাই চিন্তা। পশ্চিমবঙ্গের জেলে তো এতো জায়গা নেই। এতো মানুষ হয়ে যাচ্ছে। যারা বালতি বা গামছা চুরি করে জেলে রয়েছেন, তারা কোথায় যাবেন। তাই যাঁরা দায়িত্বে রয়েছেন তাঁদের অনুরোধ করব, যদি পাশ্ববর্তী রাজ্যে আবেদন করা যায়। জানি না আইনে রয়েছে কিনা। তবে আজকে রাখির দিনে এমন ঘটনা বাংলাকে গৌরবান্বিত করে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *