ভোট-পরবর্তী হিংসা মামলায় জাতীয় মানবাধিকার কমিশনের সিদ্ধান্তে কোনো ভুল নেই, রাজ্যের আপত্তি খারিজ করে জানিয়ে দিলো হাইকোর্ট

আমাদের ভারত, ২০ মে: ভোট-পরবর্তী হিংসা মামলায় জাতীয় মানবাধিকার কমিশনের নেওয়া সিদ্ধান্তে কোনো ভুল নেই। রাজ্যের আপত্তি খারিজ করে এমনটাই জানিয়েছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। আদালত জানিয়েছে, কমিটিতে ১১ জন সদস্য নিযুক্ত করে হাইকোর্টের নির্দেশ কোনো রকম ভাবেই লঙ্ঘন করেনি জাতীয় মানবাধিকার কমিশন।

আদালত জানিয়েছে, কমিটিতে প্রধান দায়িত্বে তিনজনই থাকবেন। আর বাকি সদস্যরা তাদের সাহায্য করবেন। এর আগে ভোট পরবর্তী হিংসা মামলায় ঘরছাড়াদের ঘরে ফেরাতে তিন সদস্যের একটি কমিটি গঠনের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ ছিল ওই কমিটিতে রাজ্য ও কেন্দ্রীয় মানবাধিকার মিশন এবং রাজ্য লিগাল সার্ভিস অর্থনীতির একজন করে মোট তিনজন সদস্য থাকবেন। কিন্তু রাজ্য আদালতকে জানায় আদালত জাতীয় মানবাধিকার কমিশনের একজন সদস্য রাখতে বললেও ওই কমিটিতে মানবাধিকার কমিশনের ১১ জন সদস্য রয়েছেন।

১৭মে মঙ্গলবার রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় বলেন, জাতীয় মানবাধিকার কমিশন আদালতের নির্দেশ মানেনি। আদালতের নির্দেশে তৈরি কমিটিতে ১১ জন সদস্যকে রেখেছেন তারা। হাইকোর্ট সেখানে একজন রাখতে বলেছিল।

কিন্তু জাতীয় মানবাধিকার কমিশনের যুক্তি ছিল ভোট পরবর্তী হিংসা মামলায় অভিযোগের সংখ্যা প্রচুর। তাই সেটা সামাল দিতে লোকবল দরকার। সেই কারণেই প্রধান দায়িত্বে একজন থাকলেও বাকিরা সাহায্য করবেন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এই যুক্তিকে সঠিক বলে মেনে নেয় ও রাজ্যের আপত্তি খারিজ করে দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *