আগুন লাগলো পুরীর মন্দিরের ধ্বজায়! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও, ভক্তরা বলছেন অমঙ্গলের প্রতীক

আমাদের ভারত,২০ মার্চ: গতকাল সন্ধ্যার পর থেকেই ব্যাপক হইচই ফেলেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও। চাঞ্চল্যকর এই ভিডিওতে দেখা যাচ্ছে পুরীর মন্দিরে প্রতিদিন যে পতাকা লাগানো হয় সেখানে দাউ দাউ করে জ্বলছে আগুন। আর এই ঘটনায় অশুভ সংকেত দেখছে সাধারণ মানুষ। নেটিজেনদের বেশিরভাগই বলেছেন এটি অমঙ্গলের চিহ্ন।

কিভাবে মন্দিরের অত উঁচু পতাকায় আগুন লাগল তা জানা যায়নি। ভিডিওটির সত্যতা যাচাই করা হয়নি। তবে ভাইরাল হওয়ায় ভিডিও ক্লিপ দেখে অনুমান করা হচ্ছে পতাকা লাগানোর সময় কোনও কারণে আগুন ধরেছে। কি কারনে এই দুর্ঘটনা খতিয়ে দেখছে মন্দির কর্তৃপক্ষ। সূত্রের খবর এই আগুনে মন্দিরের বড় কোনো ক্ষতি হয়নি।

এই ঘটনায় অনেকেই ভয় পেয়েছেন বলছেন। এই পতাকা মন্দিরের বিপদ রক্ষার জন্যই লাগানো হয়। অথচ তাতে আগুন লেগে গেল যা মোটেই ভালো বিষয় নয়। জানা যায়, প্রতিদিন মন্দিরের একজন পুরোহিত মন্দিরের চূড়ায় গিয়ে পতাকা লাগিয়ে আসেন। প্রায় ৪৫ তলা উচুতে পতাকা লাগানোর জন্য কোনও নিরাপত্তার ঢাল প্রয়োজন হয় না ওই পুরোহিতের। শিশু বয়স থেকে প্রশিক্ষণ পেতে পেতেই এই পতাকা লাগানোর পরিদর্শী হয়ে ওঠেন ওই পুরোহিত। এমনই রীতি চলে আসছে বছরের পর বছর‌। প্রতিদিন পতাকা পাল্টানো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেন কাতারে কাতারে মানুষ। আর এই পতাকা নিয়ে একটা বড় আবেগ কাজ করে ভক্তদের মধ্যে। সেই জন্যেই এই আগুনকে ভালো চোখে দেখছেন না অনেকে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here