কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ১ ডিসেম্বর:
দুয়ারে দুয়ারে সরকার এই কর্মসূচি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মত চালু হলো ১ ডিসেম্বর থেকে। সারা রাজ্যের সাথে ঘাটালে শুরু হয়েছে এই কর্মসূচির কাজ।
প্রথম দিনেই ঘাটাল ব্লকের অজব নগর ২ গ্রাম পঞ্চায়েতের অধীনে রথীপুর বরদা বাণীপীঠ হাইস্কুলে এই কর্মসূচির অন্তর্গত বিভিন্ন প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। এই কর্মসূচির অন্তর্গত এগারটি প্রকল্পের সুবিধা পাবেন মানুষ।
উপচে পড়া ভিড়ের প্রায় ৯০ শতাংশ মানুষই স্বাস্থ্য সাথী প্রকল্পে নিজেদের যুক্ত করার জন্য উৎসাহী। ঘাটাল ব্লকের বিডিও সঞ্জীব দাস জানালেন, সারা রাজ্যের সাথে ৩১ জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি চলবে। বেশিরভাগ মানুষ স্বাস্থ্য সাথী প্রকল্পে নিজেদের যুক্ত করতে চাইছেন। তার পরে আছে খাদ্যসাথী সহ বিভিন্ন প্রকল্প। তিনি আশাবাদী যে কর্মী এবং আধিকারিকরা ঠিকমতো পরিষেবা মানুষের কাছে পৌঁছে দিতে পারবেন।
আরো উল্লেখযোগ্য বিষয় বিজেপির স্থানীয় পঞ্চায়েত সদস্য সুপ্রিয়া দোলুই এসেছেন তার এলাকার মানুষদের এই প্রকল্পে সহায়তার জন্য। ঘাটাল ব্লকের বিডিও সঞ্জীব দাস বলেন, দুয়ারে সরকার কর্মসূচিতে রাজ্য সরকারের প্রকল্পগুলির সুবিধা যাতে সমস্ত মানুষ পায় তার জন্য ক্যাম্প করে আজ থেকে শুরু হয়েছে। প্রচুর মানুষ সুবিধা পাওয়ার জন্য আসছে। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ৪ বার করে এই ক্যাম্প হবে।